বুলবুল মোকাবিলায় তৎপর রাজ্য সরকার, বিকেল থেকে নবান্নের কন্ট্রোলরুমে থাকবেন মুখ্যমন্ত্রী

একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু বিধিনিষেধের কথা জানিয়ে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ। 

Updated By: Nov 9, 2019, 05:17 PM IST
বুলবুল মোকাবিলায় তৎপর রাজ্য সরকার, বিকেল থেকে নবান্নের কন্ট্রোলরুমে থাকবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মোকাবিলায় ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। হেল্প লাইন নম্বর - ২২১৪৩৫২৬ ও ২২১৪৩৫৮৬। এছাড়াও চালু হয়েছে টোল ফ্রি নম্বর ১০৭০। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি একটি বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু বিধিনিষেধের কথা জানিয়ে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ঘূর্ণিঝড়ের আগে কী করবেন

* গুজবে কান দেবেন না, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না
* মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন
* রেডিও, টিভি-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নজর রাখুন। ঝড়ের গতিবিধি সম্পর্কে খবরাখবর রাখুন।
* জরুরী নথিপত্র ও মূল্যবান সামগ্রী হাতের কাছে নিরাপদে রাখুন। 
* আপদকালীন পরিস্থিতির জন্য শুকনো খাবার, ঔষধ, জল ও জামাকাপড় তৈরি রাখুন
* পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। 
* কোনও ধারাল বস্তু খোলাস্থানে রাখবেন না। 
* মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের সময় কী করবেন
* বৈদ্য়ুতিক লাইন এবং গ্য়াস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন
* দরজা, জানলা বন্ধ রাখুন
* খড়ের ঘর, কাঁচ বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না
* বাড়ি সুরক্ষিত না হলে সে ক্ষেত্রে অন্যত্র চলে যান

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল, ১২ ঘণ্টার জন্য বন্ধ হল কলকাতা বিমানবন্দর

বাড়ির বাইরে থাকলে
* ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে ঢুকবেন না
* ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার থেকে দূরে থাকুন

Tags:
.