Howrah: মুখে মাস্ক, কানে হেডফোন; রেললাইনের পাশে মিলল যুবকের ঝুলন্ত দেহ
খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিস।
![Howrah: মুখে মাস্ক, কানে হেডফোন; রেললাইনের পাশে মিলল যুবকের ঝুলন্ত দেহ Howrah: মুখে মাস্ক, কানে হেডফোন; রেললাইনের পাশে মিলল যুবকের ঝুলন্ত দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/22/346911-untitled-2021-09-22t163249.548.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুখে মাস্ক, কানে হেডফোন। রেললাইনের ধারে গাছ থেকে উদ্ধার হল যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার নিশ্চিন্দায়। খুন নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে পুলিস।
জানা গিয়েছে, বেলুড় স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। নিশ্চিন্দা থানার সাঁপুইপাড়া এলাকায় পড়ে বারো নম্বর রেলগেট। সেই রেলগেট থেকে কিছুটা দূরে, এলাকাটি অপেক্ষাকৃত নির্জন। এদিন সকালে গাছে বছর পঁচিশের এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর? খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনাস্থল মৃতের মোবাইলটিও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Malda: মালদহে মনুয়াকাণ্ডের ছায়া! হাত-পা ভেঙে, মাথা থেঁতলে খুন স্বামীকে
কে এই যুবক? কীভাবেইবা মৃত্যু? পুলিস সূত্রে খবর, মৃতের নাম দীপক মেহরা। বাড়ি, পূর্ব বর্ধমানের মাধবপুরে। দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও, পা দুটি আবার মাটিতে ঠেকে ছিল। তাহলে কি খুন? নাকি আত্মহত্যা? খতিয়ে দেখা হচ্ছে। কানে হেডফোন থাকার বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)