ভোটারদের হাত থেকে বাঁচতে শৌচালয়ে আত্মগোপন ভোটকর্মীর!
ভোটারদের হাত থেকে বাঁচতে শৌচালয়ে লুকোলেন ভোটকর্মী। রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথের ঘটনা।
Updated By: May 14, 2017, 01:18 PM IST
ওয়েব ডেস্ক : ভোটারদের হাত থেকে বাঁচতে শৌচালয়ে লুকোলেন ভোটকর্মী। রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথের ঘটনা।
পুরভোট কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। অশান্তিতে ক্ষিপ্ত ভোটাররা ভাঙচুর চালান বুথে। সেইসময় প্রথমে হাত জোড় করে করুণা ভিক্ষা করতে দেখা যায় ভোটকর্মীকে। তারপর তিনি শৌচালয়ে ঢুকে লুকিয়ে পড়েন।
অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। হঠাত্ই বহিরাগতরা এসে বোমাবাজি করে। ভোটদানে বাধা দেওয়া হয়।
আরও পড়ুন, "এলাকা ফাঁকা করে গেলাম", পূজালির রথতলায় ভোট ঘিরে রোম খাড়া করা দৃশ্য