North 24 Pargana: ভয়ংকর! নেশার ঘোরে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করল বাবা...
Barasat: সন্ধ্যেতে নেশার ঘোরে ভয়ংকর কাণ্ড ঘটালেন বাবা। নিজের ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করেছে বলে অভিযোগ বাবার বিরুদ্ধে।
মনোজ মণ্ডল: নেশায় বুঁদ বাবা। টলতে টলতে নিত্যদিনই বাড়ি ফেরে সে। এদিন সন্ধ্যেতে নেশার ঘোরে ভয়ংকর কাণ্ড ঘটালেন বাবা। শুক্রবার সন্ধ্যেবেলা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলে শুরু হয় অশান্তি। পারিবারিক অশান্তির জেরে নিজের ঘুমন্ত ছেলের উপর চড়াও হয় বাবা। নিজের হুঁশে না থাকায় ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে থেঁতলে খুন করেছে বলে অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আশীষ বিশ্বাস। অভিযুক্ত বাবা অমল বিশ্বাস। নেশা কাটতে কান্নায় ভেঙে পড়ে বাবা। ইতোমধ্যেই পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় রমরমিয়ে চলে হেরোইন, গাঁজা,মদের কারবার। পুলিসকে স্মারকলিপি দিয়ে বারবার জানিয়েও বন্ধ হয়নি এই কারবার। এলাকার যুবকরা সকলেই হেরোইনের নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে কারণেই ঘরে ঘরে অশান্তি। পুলিসের উপর একাধিক বিষয় নিয়ে ক্ষোভ এলাকাবাসীর।
আরও পড়ুন:Gold Rate Today: হিরের দামে সোনা, সোনার দামে রুপো! বাজেটেও মিলল না স্বস্তি...
উল্লেখ্য, শ্যালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনা দেখে ফেলেছিল স্ত্রী। তার জেরেই স্ত্রীকে গলা টিপে খুন করে স্বামী জামশেদ আলি মণ্ডল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বসিরহাট ফাস্টট্রাট থ্রি আদালত। বিচারকের সাজা শুনে কান্নায় ভেঙে পড়লেন সাজা প্রাপ্ত আসামি জামশেদ।
শ্যালিকার নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার কথা জানতে পেরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রী তাজমিরা বিবিকে খুন করে স্বামী। জামশেদ আলি মণ্ডল তার স্ত্রীকে খুন করার অভিযোগে গতকাল তাকে দোষী সাব্যস্ত করে বসিরহাট ফাস্ট ট্রাক থ্রি আদালতের বিচারক। আজ তাকে আদলতে তোলা হলে বিচারক জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)