দিনের আলোয় জেলাশাসকের দফতরের ভিতরে ধরা পড়ল এই ২ ব্যক্তির 'কুকীর্তি'র ছবি!
এ ঘটনা চোখে পড়ার পরই চমকে ওঠেন সবাই।
Updated By: Jun 1, 2018, 12:54 PM IST
নিজস্ব প্রতিবেদন : জেলাবাসীর সুস্থ জীবনযাপনের দেখভালের দায়িত্ব যাঁর কাঁধে ন্যস্ত, তাঁর ঘরেই চলল অবাধে মাদকসেবন। খোদ জেলাশাসকের দফতরের অন্দরেই ধরা পড়ল নিষিদ্ধ মাদকসেবনের আসরের ছবি। ঘটনাটি বীরভূমের সিউড়ির।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সিউড়ির তারাপুর ও কুকুডিহি গ্রামের ২ বাসিন্দা শেখ রাজা ও মহম্মদ আজিজ জেলাশাসকের দফতরে আসে। তখন জেলাশাসক দফতরে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে দফতরে বসেই নিষিদ্ধ মাদকসেবন শুরু করে ওই ২ ব্যক্তি।
আরও পড়ুন, বন্ধুপত্নীর সঙ্গে পরকীয়া, গলা-যৌনাঙ্গ কেটে খুন যুবককে!
এ ঘটনা চোখে পড়ার পরই প্রশাসনিক ভবন চত্বরে কর্মরত কর্মীরা সিউড়ি থানায় ফোন করে খবর দেন। পুলিস এসে হাতেনাতে অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় এলাকায়।