রসিকপুর বিস্ফোরণস্থল পরিদর্শন CID দলের, নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের

বল ভেবে লুকিয়ে রাখা বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে মৃত্যু হয় এক শিশুর।

Updated By: Mar 23, 2021, 03:48 PM IST
রসিকপুর বিস্ফোরণস্থল পরিদর্শন CID দলের, নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদন : বর্ধমানে (Burdwan) বোমা বিস্ফোরণে (Bomb Blast) শিশু মৃত্যুর ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শনে করল CID টিম। একইসঙ্গে এদিন ঘটনাস্থলে আসে ফরেন্সিক দলও। ২ সদস্যের ফরেন্সিক টিম ঘটনাস্থল ঘুরে দেখে।

সোমবার দুপুরে বর্ধমানের (Burdwan) রসিকপুরে বল ভেবে লুকিয়ে রাখা বোমা নিয়ে খেলছিল শেখ আফরোজ এবং শেখ আব্রাহাম নামে দুই শিশু। সেইসময়ই ওই বোমা ফেটে (Bomb Blast) যায়। বিস্ফোরণের জেরে দুই শিশু গুরুতর জখম হয়। গুরুতর আহত অবস্থায় শেখ আফরোজ এবং শেখ আব্রাহাম দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণ পর মৃত্যু হয় শেখ আফরোজের।

এই ঘটনায় আজ ঘটনাস্থলে আসেন CID-র দল। CID আধিকারিকরা এসে গোটা জায়গাটি ঘুরে দেখেনে। সবটা খতিয়ে দেখেন তারা। তারপর ফিরে যান। যদিও বিস্ফোরণের ঘটনায় CID দলের কেউই এদিন সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। অন্যদিকে ঘটনাস্থল ঘুরে রক্তের নমুনা সহ অন্য নমুনাও সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ফরেন্সিক দলের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহ রায়ও। উল্লেখ্য, রসিকপুর বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস।

 

আরও পড়ুন, WB assembly election 2021 : মতুয়া মন জয়ে গাইঘাটায় BJP প্রার্থী বড়মার নাতি সুব্রত, কাশীপুর-চৌরঙ্গি বিতর্কেরও অবসান

WB assembly election 2021 : '৩০টা ভোট হলেই মেশিন ২ বার অন-অফ করে নেবেন', পারায় EVM-এর পাঠ মমতার

.