পুরভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল, অস্ত্র হাতে রাস্তায় দুষ্কৃতী, বোমাবাজি

ভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল। সাতসকালে ৮ নং ওয়ার্ডের রঘুনাথপুরে ব্যাপক উত্তেজনা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে CPM পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ। বুথ থেকে জোর করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।

Updated By: May 14, 2017, 09:20 AM IST
পুরভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল, অস্ত্র হাতে রাস্তায় দুষ্কৃতী, বোমাবাজি

ওয়েব ডেস্ক : ভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল। সাতসকালে ৮ নং ওয়ার্ডের রঘুনাথপুরে ব্যাপক উত্তেজনা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে CPM পোলিং এজেন্টদের হুমকির অভিযোগ। বুথ থেকে জোর করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।

"সাতসকালেই অস্ত্র হাতে দুষ্কৃতীর ছবি। ডোমকলে ভোট প্রহসনের পরিণত হয়েছে।" অভিযোগ CPM বিধায়ক আনিসুর রহমানের। "কংগ্রেসের সঙ্গে যৌথভাবে সন্ত্রাস চালাচ্ছে CPM।" পাল্টা দাবি তৃণমূলের সৌমিক হোসেনের।

বোমাবাজিতে সকাল শুরু ডোমকলের মামুদপুরেও। ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণনগর গ্রামে সকাল থেকেই বোমাবাজি চলছে। অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে দুষ্কৃতীদের। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে, ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। অশান্তির মুখে অসহায় পুলিস। বহিরাগতদের এনে সন্ত্রাস হচ্ছে। অভিযোগ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুন, প্রচণ্ড গরমের মধ্যেই আবার ভোটের উত্তাপ বাংলায়!

.