Purba Midnapur: ফিল্মি কায়দায় গাড়ি নিয়ে ধাওয়া, ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাতকে ধরল পুলিস
Purba Midnapur: ধৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করেছে বলে সূত্রের খবর
কিরণ মান্না: গভীর রাতে রীতিমতো ফিল্মি কায়দায় ৩ দুর্ধর্ষ ব্যাংক ডাকাতকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিস। সমবায় ব্যাঙ্কে ডাকাত পড়েছে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। পুলিস পৌঁছে যাওয়ার বিষয়টি টের পেয়েই ওই সমবায় ব্যাংকের দোতলার ছাদ থেকে ডাকাতেরা একে একে লাফ দিয়ে নিচে নামে। তারপর একটি মারুতি গাড়িতে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছনে ধাওয়া করে পুলিস। বেশ কিছুটা যাওয়ার পর ডাকাতদের মারুতি ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে পুলিসের গাড়ি।
আরও পড়ুন- সপ্তাহের মাঝে ভোগাবে বৃষ্টি, তাপমাত্রা নেমে যাবে আরও ৩ ডিগ্রি
পুলিসের গাড়ি ডাকাতদের গাড়িতে ধাক্কা দেওয়ার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয়। তারপরই ৩ ডাকাতকে ধরে ফেলে পুলিস। আরো ৪ ডাকাত চম্পট দেয়। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পালায় ৪ ডাকাত। তবে ডাকাতদলের মূল ২ পান্ডা ইকবাল হোসেন সাহা ও নুরুদ্দিন মল্লিক গাড়ির ধাক্কায় খানিকটা আহত হওয়ায় পুলিসের হাতে ধরা পড়ে যায়। বাকি আরো এক দুর্ধর্ষ ডাকাত এয়সান মল্লিককে গ্রামবাসী ও পুলিস মাঠে ছুটিয়ে ছুটিয়ে পাকড়াও করেছে।
ধৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ম্যাপ, আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের তালা কাটার যন্ত্র সামগ্রী উদ্ধার করেছে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে রামনগরের সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকে। রাত্রি প্রায় দেড়টার নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে, ভল্ট কেটে ডাকাতি চালাচ্ছিল তারা। সেইসময় পথ চলতি এক ব্যক্তি ব্যাংকের নিচে গাড়ি ও গভীর রাতে অদ্ভূত শব্দ শুনে পুলিসকে খবর দেয়। পুলিস তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। সিঁড়ি দিয়ে পুলিস উঠে আসেছে টের পেয়ে দোতলা থেকে একে একে ডাকাতেরা লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ডাকাতদের পায়ে বিশেষ জুতো ছিল বলেও জানা গেছে।
ওসি অমিত দেব জানিয়েছেন প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা হচ্ছে না। তবে এর পেছনে বড়সড় গ্যাং রয়েছে। পুলিস হেফাজতে পাওয়ার পর জোরদার তদন্ত চালানো হবে। সমিতির সম্পাদক সুকুমার পাঁজা জানিয়েছেন পুলিসের ভূমিকা খুবই প্রশংসনীয়। পুলিসের কারণে ব্যাংক ডাকাতি থেকে রক্ষা পেল। উল্লেখ্য, আর্থিক এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে একবার ডাকাতি হয়েছে। সে সময় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)