খড়দায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা, নেপথ্যে পারিবারিক বিবাদ?

গভীররাতে কাউন্সিলরের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় আতঙ্কিত কাউন্সিলর এবং এলাকার বাসিন্দারা। 

Updated By: Sep 24, 2020, 12:09 PM IST
খড়দায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা, নেপথ্যে পারিবারিক বিবাদ?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  খড়দহ পুরসভার ২১ নং  প্রাক্তন তৃনমূল কাউন্সিলর দোলা দাসের বাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। পরপর দুটি বোমা ছোড়া হয়।

গভীররাতে কাউন্সিলরের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় আতঙ্কিত কাউন্সিলর এবং এলাকার বাসিন্দারা।  দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে দেওরের সঙ্গে  ঝামেলা চলছিল। তার জেরেই এই বোমা মারার ঘটনা কিনা তদন্তে খড়দহ থানার পুলিস।

দিল্লির হিংসার পিছনে কি আল কায়দা যোগে ধৃতদের হাত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা

তবে এখনও কাউন্সিলরের দেওর বিশ্বজিৎ দাস এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ক্যামেরার সামনে আসতেও নারাজ। যদিও এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি। তবে পারিবারি এই সম্পত্তির ঝামেলা নিয়ে দোলা দাস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।

.