মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্যে ধৃত বিজেপি কর্মী, ছিনিয়ে নেওয়ার চেষ্টা তৃণমূলের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করে ধৃত বিজেপি কর্মী। 

Updated By: Oct 30, 2019, 03:25 PM IST
মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্যে ধৃত বিজেপি কর্মী, ছিনিয়ে নেওয়ার চেষ্টা তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিস। ধৃত চন্দন ভট্টাচার্যকে তোলা হয় চন্দননগর আদালতে। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। অভিযুক্তকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তাঁরা। 

কালীপুজোয় নিজের বাড়িতে ভোগ রান্না করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনিয়ে ফেসবুকে মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশালীন ও কুরুচিকর মন্তব্য করেন হুগলির বিশেশ্বরবাটির বাসিন্দা চন্দন ভট্টাচার্য। সিঙ্গুর থানায় চন্দনের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলের জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিস। গ্রেফতার করা হয় চন্দনকে। বুধবার থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। চন্দনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। 

জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন,''বিজেপি-আরএসএসের এটাই সংস্কৃতি। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট বিজেপি সমর্থকরাই করতে পারে। এর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই চলবে।'' চন্দন ভট্টাচার্য বিজেপির কোনও পদে নেই বলে দাবি করেছেন হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবীর নাগ। তাঁর কথায়,''এখন সবাই বিজেপি সমর্থক। চন্দন ভট্টাচার্য দলের কোনও পদে আছে কিনা আমার জানা নেই। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য না করাই উচিত।''

আরও পড়ুন- কেন্দ্রের হাতে আইনশৃঙ্খলা, পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৫ শ্রমিককে: মমতা
   

.