ইসলামপুর উপনির্বাচনে বিজেপির ভোটারদের বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মাদারিপুর হাই স্কুলের বুথের ভোটারদের একাংশের দাবি, তাদের ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। সকালে ভোট দিতে গেলে তাদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।

Updated By: May 19, 2019, 11:45 AM IST
ইসলামপুর উপনির্বাচনে বিজেপির ভোটারদের বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুরে ইসলামপুরে বিধানসভা উপনির্বাচন ঘিরে উত্তেজনা। ইসলামপুরের মাদারিপুরে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় ১ জনকে আটক করেছে তারা। 

 

মাদারিপুর হাই স্কুলের বুথের ভোটারদের একাংশের দাবি, তাদের ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। সকালে ভোট দিতে গেলে তাদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে ক্যুইক রেসপন্স টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় ভোটগ্রহণ। 

LIVE: তিলজলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি, মিনাখাঁয় বিজেপিকে ভোটদানে 'বাধা'

অভিযোগ, ক্যুইক রেসপন্স টিম চলে যেতেই এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। খুঁজে বার করে পেটানো হয় সাংবাদিকদের। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। গুরুতর আহত বেশ কয়েকজন সাংবাদিককে ইসলামপুর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে ফের পৌঁছয় পুলিস। দুষ্কৃতীদের এলাকাছাড়া করে তারা। একজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আতঙ্কের মধ্যেই ফের শুরু হয়েছে ভোটগ্রহণ। 

.