ফাঁদ পেতে ছিনতাইবাজ ধরল পুলিস

Updated By: Jul 18, 2017, 10:11 PM IST
ফাঁদ পেতে ছিনতাইবাজ ধরল পুলিস

ওয়েব ডেস্ক: পুলিসের জালে ধরা পড়ল বড়সড় ছিনতাই চক্র। বেশ কিছুদিন ধরেই উত্তর ২৪ পরগনার সোদপুরে অভিনব কায়দায় ছিনতাই করত এরা। ফাঁদ পাতে সাদা পোশাকের পুলিস। ধরা পড়ে মূল পান্ডা সহ ৪জন। 

পেনশন তুলতে এসে বিপত্তি। সর্বস্ব খুইয়ে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত বৃদ্ধরা। বেশ কিছুদিন ধরেই সোদপুরের বিভিন্ন ব্যাঙ্কের বাইরে ঘটছিল এই ঘটনা। কিছুতেই ছিনতাইবাজদের বাগে আনা যাচ্ছিল না। অবশেষে জাল পাতে পুলিস। আসে সাফল্য।

অভিনব কায়দায় ছিনতাই করত এই চক্র। ব্যাঙ্কের ভেতরে থাকত ২ জন..কে কত টাকা তুলছে আর কোথায় রাখছে, তা নজর রাখা ছিল এদের কাজ। 

এরাই বাইরে থাকা সাথীদের খবর পৌছে দিত। তারপর সুযোগ বুঝে কাজ হাসিল। মঙ্গলবার  ফাঁদ পাতে পুলিস। পেনশন নিয়ে বেরোবার সময় ব্যাঙ্কের সামনে  বয়স্ক মানুষকে ফলো করে ছিনতাইবাজরা। তাদের পিছু নেয় সাদা পোশাকের পুলিস। হাতেনাতে ধরে ফেলে ছিনতাইবাজদের। ধৃতেরা দেগঙ্গা-বাদুড়িয়া-দত্তপুকুরের বাসিন্দা বলে জানা গেছে। মূল পান্ডা বাশার আলিকেও গ্রেফতার করেছে পুলিস। তাকে জেরা করে আরও অনেকের খোঁজ মিলবে বলেই মনে করছে পুলিস। 

.