রানীগঞ্জে খনিগর্ভে নামার সময় ডুলি আছড়ে পড়ল নীচে, আশঙ্কাজনক ৩ শ্রমিক

আহত ১১ শ্রমিকের মধ্যে ৬ জন গুরুতর আহত

Updated By: Aug 18, 2020, 09:47 PM IST
রানীগঞ্জে খনিগর্ভে নামার সময় ডুলি আছড়ে পড়ল নীচে, আশঙ্কাজনক ৩ শ্রমিক
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় দুর্ঘটনা। রানীগঞ্জে ইসিএলের কুনুস্তরিয়ার একটি কয়লা খনিতে। আহত হলেন ১১ জন শ্রমিক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-PM-CARES-এর টাকায় ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হয়েছে: রবিশঙ্কর প্রসাদ

মঙ্গলবার সন্ধেয় কুনুস্তরিয়া এরিয়ায় বাঁশরা কয়লা খনিতে ওই দুর্ঘটনা ঘটে। খনি গর্ভে নামার সময়ে ডুলি-সহ নীচে পড়ে যান ১১ শ্রমিক। কমপক্ষে ২৫-৩০ ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ে ডুলিটি।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ডুলিটি নীচে পড়ে যায়।

আরও পড়ুন-চন্দননগরের ৭ দমকল কর্মী করোনা আক্রান্ত, উদাসীনতার অভিযোগ আধিকারিকদের দিকে  

আহত ১১ শ্রমিকের মধ্যে ৬ জন গুরুতর আহত। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ৬ জনের মধ্যে ৩ জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে নিয়ে যাওয়া হয় কোলিয়ারির কাল্লা কেন্দ্রীয় হাসপাতালে।

.