Sagardighi By-Election, Abhishek Banerjee: 'কংগ্রেস প্রার্থী জিতলেই বিজেপিতে যোগ দেবে', সাগরদিঘিতে বিস্ফোরক অভিষেক

সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। গত বছরের ২৯ ডিসেম্বর প্রয়াত হন তিনি। ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে ওই কেন্দ্রে।

Updated By: Feb 19, 2023, 05:23 PM IST
Sagardighi By-Election, Abhishek Banerjee:  'কংগ্রেস প্রার্থী জিতলেই বিজেপিতে যোগ দেবে', সাগরদিঘিতে বিস্ফোরক অভিষেক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'কংগ্রেস প্রার্থী জিতলেই বিজেপিতে যোগ দেবে'। সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'একটা অঞ্চল বা একটা বুথে যদি তৃণমূল না জেতে, তাহলে সেই বুথকে বাংলার মানুষ মীরজাফরের বুথ বলে অ্যাখ্যা দেবে, মীরজাফরের অঞ্চল বলে অ্যাখ্যা দেবে'। 

২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে সাগরদিঘি কেন্দ্রে। মাধ্যমিক পরীক্ষার জন্য ভোটের ৭ দিন আগেই প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। আগামিকাল, সোমবার সকাল ১০টার পর আর মিটিং-মিছিল করা যাবে না। শেষদিনে সাগরদিঘিতে প্রচার সারলেন অভিষেক। শুধু তাই নয়, মুর্শিদাবাদের 'মীরজাফর' বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরীকে।

আরও পড়ুন: Nisith Pramanik: নিশীথের বাড়ির সামনে বিক্ষোভে গুলি চালাতে হবে; ভাইরাল অডিয়ো ক্লিপ, গ্রেফতার বিজেপি কর্মী!

এদিন জনসভায় অভিষেক বলেন, 'একুশের ভোটের থেকে গুরুত্বপূর্ণ সাগরদিঘির নির্বাচন। রাম-বাম, চোরে চোরে মাসতুতো ভাই। অধীর চৌধুরীরা বঞ্চনা নিয়ে সরব হননি। বাংলার মীরজাফরদের হারাতে হবে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে সরাসরি পদ্মফুলকে সমর্থন করা'। সঙ্গে প্রতিশ্রুতি, 'বাংলায় NRC হবে না। তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে লড়াই করতে প্রস্তুত। ১ মাসের মধ্যে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩০ টাকা করা হবে'।

মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। গত বছরের ২৯ ডিসেম্বর প্রয়াত হন তিনি। উপনির্বাচনের জন্য় বদল করা হয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন। কেন? যেদিন ভোট, সেদিনই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা হবে ১ মার্চ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.