Bankura: BJP-তে জারি 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ', এবার গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়ক

নয়া জেলা সভাপতিকে ঘিরে ক্ষোভ?

Updated By: Dec 26, 2021, 09:56 PM IST
Bankura: BJP-তে জারি 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ', এবার গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার ৪ বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিজেপিতে (BJP) অব্যাহত 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ'। মতুয়া গড়ের পর এবার দলের রাজ্য এবং জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়ার (Bankura) চার বিজেপি বিধায়ক। সূত্রের খবর, দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গিয়েছেন। যদিও ক্ষোভের কথা অস্বীকার করেছেন বিধায়করা।

জানা গিয়েছে, বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন চার বিজেপি বিধায়ক। শনিবার দুটি সাংগঠনিক জেলার সভাপতির বদল হওয়ার পরেই গ্রুপত্যাগ। একে একে বেরিয়ে যান বিজেপি (BJP) বিধায়করা। সূত্রের খবর, ৪ জনের মধ্যেই নয়া সভাপতি নিয়ে ক্ষোভ রয়েছে। সেজন্য তাঁরা বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছেন ৪ বিধায়ক। দলীয় নেতৃত্বকে তাঁরা জানিয়েছেন, নয়া সভাপতির হাতে দায়িত্ব থাকলে দলের সংগঠন আরও ভেঙে পড়তে পারে। যোগ্য ব্যাক্তিকেই সভাপতির আসনে বসানোর অনুরোধ করেছেন তাঁরা।

আসন্ন পুরসভা নির্বাচনে দলের শক্তি বৃদ্ধির জন্য সাংগঠনিক মজবুতি প্রয়োজন বলে জানান তাঁরা। সেজন্য যোগ্য নেতৃত্বের দাবিও তুলেছেন বিধায়করা। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি বিজেপি (BJP) নেতৃত্ব। এই চারজন বিধায়কের কেউই স্বীকার করছেন না তাঁরা কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। 

উল্লেখ্য, বিজেপি নয়া রাজ্য কমিটি ঘোষণার পর মতুয়া মহলেও ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্য কমিটিতে কোনও মতুয়া নেতা না থাকায় ক্ষুব্ধ একাংশ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৫ বিধায়ক। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যানীর বিধায়ক অম্বিকা রায়, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, রানাঘাট দক্ষিণের বিধায়ক মকুটমণি অধিকারী, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। এর মধ্যে সাংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুরদের তৃণমূলে যোগ দেওয়ার ডাক দিলেন মমতাবালা ঠাকুর। 

আরও পড়ুন: Pingla Missing Case: ছেলেকোলে বাড়ি ফিরলেন পিংলার 'ঘরছাড়া' গৃহবধূ, কেন স্বামীকে ছেড়ে 'প্রেমিক'কে বিয়ে? তাও জানালেন

আরও পড়ুন: Kultali Tiger Scare: এলাকায় ঘুরছে 'অভুক্ত' বাঘ, ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.