বলিউডি গানে নাচলেন মার্কিন টেনিস তারকা! ভাইরাল ভিডিয়ো

চলতি মরশুমে উইম্বলডনে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে সাড়া ফেলে দিয়েছিলেন এই আলিসন।

Updated By: Jul 22, 2019, 11:41 PM IST
বলিউডি গানে নাচলেন মার্কিন টেনিস তারকা! ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন :  নিজের বিয়েতে বলিউডি গানে নাচলেন মার্কিন টেনিস তারকা আলিসন রিসকে। চলতি মরশুমে উইম্বলডনে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে সাড়া ফেলে দিয়েছিলেন এই আলিসন। দু'সপ্তাহ পরেই দীর্ঘদিনের প্রেমিক স্টিফেন অমৃতরাজের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন ২৯ বছর বয়সী মার্কিন টেনিস তারকা।

প্রাক্তন ভারতীয় ডেভিস কাপার আনন্দ অমৃতরাজের ছেলে এই স্টিফেন৷ ৩৫ বছর বয়সী স্টিফেনও আমেরিকার হয়ে পেশাদার টেনিস খেলেলেও কখনও সিঙ্গলসে খেতাব জেতেননি। পিটসবার্গে অ্যালিসন ও স্টিফেনের বিয়ের অনুষ্ঠানে বোন সারাহকে নিয়ে বলিউড ছবি বার বার দেখো-র 'নাচদে না সারে' ... গানে নাচেন আলিসন৷  

 

আর এই নাচের ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আলিসনের নাচে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও।

আরও পড়ুন - কমনওয়েলথ টিটি-তে ইতিহাস গড়লেন বাঙালি কন্যা

.