২৬ জুলাই শুরু কলকাতা প্রিমিয়ার লিগ, প্রথম দিনেই মাঠে নামছে মোহনবাগান

মহালয়ার দুদিন আগে লিগ শেষ করতে চায় আইএফএ।

Updated By: Jul 22, 2019, 10:30 PM IST
২৬ জুলাই শুরু কলকাতা প্রিমিয়ার লিগ, প্রথম দিনেই মাঠে নামছে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন : প্রকাশিত হল কলকাতা লিগের সূচি। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান ও রানার্স আপ পিয়ারলেস। আপাতত ১৪ অগাস্ট পর্যন্ত সূচি প্রকাশ করেছে আইএফএ। ৩১ জুলাই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ২৯ জুলাই মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তাই ডুরান্ড কাপের কথা মাথায় রেখেই তিন প্রধানের সূচিতে সামঞ্জস্য রেখেছে আইএফএ। নিজেদের মাঠেই খেলবে কলকাতার তিন প্রধান-মোহনবাগান, মহমেডান এবং ইস্টবেঙ্গল।

 

একনজরে দেখে নেওয়া যাক তিন প্রধানের সূচি (১৪ অগাস্ট পর্যন্ত)-

২৬ জুলাই : মোহনবাগান বনাম পিয়ারলেস
২৯ জুলাই : মহমেডান বনাম এরিয়ান
৩১ জুলাই : ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ

৬ অগাস্ট : মোহনবাগান বনাম কাস্টমস
৮ অগাস্ট : মহমেডান বনাম সাদার্ন সমিতি
৯ অগাস্ট : ইস্টবেঙ্গল বনাম বিএসএস

১১ অগাস্ট : মহামেডান বনাম রেনবো

তিন প্রধানের ম্যাচের সময় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জার্সি বিভ্রাট এড়াতে এবার লিগ শুরুর আগের দিন প্রিমিয়ার-এ সব দলগুলিকে নিয়ে বৈঠকে বসবে আইএফএ। মহালয়ার দুদিন আগে লিগ শেষ করতে চায় আইএফএ।

আরও পড়ুন - এবার 'মোহনবাগান রত্ন' পাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও কেশব দত্ত, বিশেষ সম্মান মহম্মদ শামিকে

.