অবাক কাণ্ড! রঞ্জি ম্যাচে মাঠের মধ্যে সাপ, দেরিতে শুরু খেলা

গতবছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ।

Updated By: Dec 9, 2019, 06:27 PM IST
অবাক কাণ্ড! রঞ্জি ম্যাচে মাঠের মধ্যে সাপ, দেরিতে শুরু খেলা

নিজস্ব প্রতিবেদন :  রঞ্জি ট্রফির শুরুতেই বাধা। সোমবার থেকে শুরু হল রঞ্জি । কিন্তু বিদর্ভ এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ালেন স্বয়ং নাগরাজ।

বিজয়ওয়াড়ায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিদর্ভ অধিনায়ক ফৈজ ফজল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠে ঢুকে পড়ে একটি সাপ। তারপর সেই সাপকে মাঠ থেকে বের করতে চলে একপ্রস্থ নাটক।

ফলে নির্ধারিত সময় থেকে ম্যাচ শুরু হতে বেশ কিছুটা দেরি হয়। গতবছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বিদর্ভ। সাপের আতঙ্ক কাটিয়ে অন্ধ্রপ্রদেশকে প্রথম ইনিংসে ২১১ রানে অল আউট করে বিদর্ভ। দিনের শেষে প্রথম ইনিংসে বিদর্ভ কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে।

আরও পড়ুন- ডোপের দায়ে অলিম্পিক-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ৪ বছরের জন্য নির্বাসিত রাশিয়া

 

.