কুকদের প্রস্রাব উত্সবের জবাব বিয়ার নাচে দিলেন ক্লার্করা

চলতি বছরের অগস্টেই অ্যাসেজ ট্রফি জিতে ঐতিহ্যের ওভালের পিচে গণ-প্রস্রাব করে উত্‍সব পালন করে ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তা নিয়ে বিতর্কের ঝড় বয়েছিল। বছর শেষ না হতেই অ্যাসেজ হারাল ইংল্যান্ড। মাইকেল ক্লার্করা কিন্তু আলিস্টার কুকদের শিক্ষা দিতে ওই পথ মারালেন না। তবে বিয়ার ড্যান্সে মাতলেন ওয়াটসন, ওয়ার্নাররা।

Updated By: Dec 17, 2013, 11:33 PM IST

-----------------------------------
চলতি বছরের অগস্টেই অ্যাসেজ ট্রফি জিতে ঐতিহ্যের ওভালের পিচে গণ-প্রস্রাব করে উত্‍সব পালন করে ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তা নিয়ে বিতর্কের ঝড় বয়েছিল। বছর শেষ না হতেই অ্যাসেজ হারাল ইংল্যান্ড। মাইকেল ক্লার্করা কিন্তু আলিস্টার কুকদের শিক্ষা দিতে ওই পথ মারালেন না। তবে বিয়ার ড্যান্সে মাতলেন ওয়াটসন, ওয়ার্নাররা।

এদিকে, ক্রিকেট ঐতিহ্যের প্রতীক অস্ট্রেলিয়ার পারথ-এ হয়তো আর কোনওদিন টেস্ট ম্যাচ আয়োজিত হবে না। কারণ আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝে গিয়েছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার মত পরিকাঠামো আর পারথ-এর নেই। পারথ-এর বদলে নতুন টেস্ট কেন্দ্র পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। তার নাম হল মানুকা ওভাল।

আজ, এই পারথ তৃতীয় টেস্টে ১৫০ রানে জিতে অ্যাসেজ পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া।

.