Virat Kohli র রেকর্ড ভেঙে চুরমার! ব্যাট হাতে নতুন ইতিহাস লিখলেন Babar Azam
মাত্র ২৬ ইনিংসে বাবর ১০০০ আন্তর্জাতিক টি-২০ রান করে ফেললেন অধিনায়ক হিসাবে
নিজস্ব প্রতিবেদন: গত ১৪ এপ্রিল বিরাট কোহলির (Virat Kohli) সিংহাসন ছিনিয়ে নিয়েছিলেন বাবর আজম (Babar Azam)। ৫০ ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটে ভারত অধিনায়ককে টপকে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন। এরপর থেকে বাবরের ব্যাটে বিরাটের একাধিক রেকর্ড ভেঙেই চলেছে।
বাবরের ব্যাটের হুঙ্কার টি-২০ বিশ্বকাপেও (T-20 WC) অব্যাহত। গত শুক্রবার দুবাইয়ে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে বাবর অ্যান্ড কোং। আর এই ম্যাচেই বাবর এক অনন্য নজির গড়ে বিরাটের রেকর্ড ভেঙে দিলেন। মাত্র ২৬ ইনিংসে বাবর ১০০০ আন্তর্জাতিক টি-২০ রান করে ফেললেন অধিনায়ক হিসাবে। চার সংখ্যার এই রান করতে ক্যাপ্টেন বিরাটের লেগেছিল ৩০ ইনিংস।
আরও পড়ুন: Rashid Khan: ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরির অনন্য নজির রশিদের
বাবর-বিরাটের পর রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস (Faf du Plessis), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (Aaron Finch), ও নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson)। ফাফ ১০০০ আন্তর্জাতিক টি-২০ রান করতে নিয়েছিলেন ৩১ ইনিংস। একই কাজ করতে ফিঞ্চের ৩২ ইনিংস ও কেনের লেগেছিল ৩৬ ইনিংস।
আফগানিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই পাকিস্তান ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। ওপেন করতে নেমে বাবর ৪৭ বলে ঝকঝকে ৫১ রানের ইনিংস খেলেন। কার্যত হারা ম্যাচে পাকিস্তান বাজিমাত করে আসিফ আলির সৌজন্যে। ১৯ তম ওভারে আফগান পেসার করিম জন্নাতকে ৪টি ছয় মেরে আসিফ খেলা ঘুরিয়ে দেন। ম্যাচের নায়ক হয়ে যান আসিফ আলি। টানা তিন ম্যাচ জিতে পাকিস্তান অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। অনেকেই এই পাকিস্তান দলকে এখনই বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে দেখছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)