ফের ভারতজয়ের সংকেত ভেটেলের

বোধনেই ভেটেল বুঝিয়ে রাখলেন ভারতে গতির পুজোয় তিনিই নায়ক হতে প্রস্তুত। শনিবার ইন্ডিয়ান গ্রাঁ পিতে পোল পজিশন পেলেন রেডবুলের বিশ্বচ্যাম্পিয়ন ড্রাইভার জার্মানির সেবাস্তিয়ান ভেটেল। যোগ্যতানির্ধারনী পর্বে সতীর্থ মার্ক ওয়েবারকে টেক্কা দেন রেডবুলের এই ড্রাইভার।

Updated By: Oct 27, 2012, 06:07 PM IST

বোধনেই ভেটেল বুঝিয়ে রাখলেন ভারতে গতির পুজোয় তিনিই ফের নায়ক হতে চলেছেন। রবিবার মুল রেসের আগে আজই ছিল প্রস্তুতির শেষ লড়াই। এফ ওয়ানের পরিভাষায় যাকে বলে পোল দখলের লড়াই। মূল রেসে কে কোথা থেকে শুরু করবেন তা ঠিক হয়ে গেল আজ। আর সেই লড়াইয়ে সবাইকে টেক্কা দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভেটেল। গতবারও পোল পজিশন ও আসল লড়াই জিতেছিলেন জার্মানির এই ড্রাইভার। শনিবার ইন্ডিয়ান গ্রাঁ পিতে পোল পজিশন পেলেন রেডবুলের বিশ্বচ্যাম্পিয়ন ড্রাইভার জার্মানির সেবাস্তিয়ান ভেটেল। যোগ্যতানির্ধারনী পর্বে সতীর্থ মার্ক ওয়েবারকে টেক্কা দেন রেডবুলের এই ড্রাইভার।
চলতি মরসুমে এই নিয়ে পাঁচটি রেসে পোল পজিশন পেলেন বিশ্বচ্যাম্পিয়ন এই ড্রাইভার। তবে হতাশ করলেন কিংবদন্তি মাইকেল শ্যুমাখার। রেস শেষেই করতে পারলেন শ্যুমাখার। রবিবার মূল রেসে শ্যুমাখার ১৪ নম্বরে শুরু করবেন।
অল্পের জন্য দ্বিতীয় স্থান শেষ করেন মার্ক ওয়েবার। তৃতীয় স্থানে থাকলেন লুইস হ্যামিলটন। আর ভেটেলকে যিনি কড়া প্রতিদ্বন্দ্বীতায় ফেলে দিতে পারেন সেই আলান্সো থাকলেন পঞ্চম স্থানে। ফোর্স ইন্ডিয়ার দুই চালকও বিশেষ সুবিধা করতে পারলেন না। প্রথম দশে শেষ করতে পারেননি সাহারা ফোর্স ইন্ডিয়ার কোনও ড্রাইভার।  নিকো হুলকেনবার্গ পেলেন বারোতম স্থান আর পল ডি রেস্তা সবার ১৬ তম স্থানে। ভারতের একমাত্র ড্রাইভার নারায়ন কার্তিকেয়নও হতাশ করলেন।
প্রসঙ্গত, ইন্ডিয়ান গ্রাঁ পি-র প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভেটেল। সবচেয়ে তরুণ ড্রাইভার হিসাবে টানা তিনবার চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ ভেটেলের সামনে।

.