যুব বিশ্বকাপে দর্শক সংখ্যায় বিশ্ব রেকর্ড ভারতের
নিজস্ব প্রতিবেদন: 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল'- সেটা এবার জানতে পারল গোটা বিশ্ব। যুব বিশ্বকাপের ফাইনালে সমস্ত রেকর্ড ভেঙে দিল বাংলার যুবভারতী ক্রীড়াঙ্গন। ফাইনাল দেখলেন ৬৬,৬৮৪ জন।বাংলার ফুটবলপ্রেমীদের শব্দব্রহ্মে কাঁপল যুূবভারতী। যা টনিকের মতো কাজ করল ব্রিউস্টারদের। ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পিছিয়ে থাকার পরে দুরন্ত প্রত্যাবর্তন করল ইংল্যান্ড। খেলার শেষে ফল ৫-২।
#FIFAU17WC Final attendance: 66,684
India, thank you for your incredible support pic.twitter.com/rZNyHMHJ3M
— #FIFAU17WC(@FIFAcom) October 28, 2017
৬৬,৬৮৭টি টিকিট বিক্রি হয়েছিল। মাত্র তিন জন দর্শক আসেননি। যুবভারতীর ভরা দর্শকাসনের ছবি টুইট করে ধন্যবাদ জানাল ফিফা। দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে ভারতও। যুব বিশ্বকাপের ইতিহাসে দর্শক সংখ্যার নিরিখে চিনের রেকর্ড ভেঙে গেল। ১৯৮৫ সালে চিনে ১২,৩০,৯৭৬ জন খেলা দেখেছিলেন। যুব ভারতীতে ব্রাজিল-মালি তৃতীয় স্থানের ম্যাচের পর ড্রাগনের দেশকে ছাপিয়ে যায় ভারত। মোট দর্শক সংখ্যা ১২,৮০,৪৫৯। ফাইনালের দর্শক সংখ্যা যোগ করলে তা ১৩ লক্ষ ছাড়িয়ে গেল।
গোলের নিরিখেও রেকর্ড ভাঙল ভারতের যুব বিশ্বকাপ। মোট গোল হল ১৭৯টি। যার মধ্যে ফাইনালেই সাতটি। যুব ভারতীর দর্শকরা দেখলেন আন্তর্জাতিক মানের খেলা।
আরও পড়ুন, স্পেনকে গোলের মালা পরিয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড