Tokyo Olympics 2020: কিউইদের বিরুদ্ধে অভিযান শুরু করবে মনপ্রীতরা, মেয়েদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

মনপ্রীতদের দ্বিতীয় ম্যাচ ২৬ জুলাই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 18, 2019, 10:02 AM IST
Tokyo Olympics 2020: কিউইদের বিরুদ্ধে অভিযান শুরু করবে মনপ্রীতরা, মেয়েদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদন : ২৫ জুলাই, ২০২০ টোকিও অলিম্পিকে হকিতে অভিযান শুরু করবে ভারতীয় পুরুষ দল। প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। অন্যদিকে ভারতীয় মহিলা হকি দল ওই দিনই নেদারল্যান্ডসের বিরুদ্ধে অভিযান শুরু করবে।

কিউইদের বিরুদ্ধে অলিম্পিকে অভিযান শুরু করার পর মনপ্রীতদের দ্বিতীয় ম্যাচ ২৬ জুলাই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৮ জুলাই ভারতের সামনে স্পেন। ৩০ জুলাই ভারতীয় হকি দলের প্রতিপক্ষ রিও অলিম্পিকে সোনা জয়ী আর্জেন্তিনা। পরের দিনই শেষ ম্যাচে জাপানের মুখোমুখি ভারত।

ভারতীয় মহিলা হকি দল এ গ্রুপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অলিম্পিক অভিযান শুরু করবে। ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে ভারতের মেয়েদের সামনে জার্মানি। ২৯ জুলাই প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।  পরের ম্যাচে ৩১ জুলাই প্রতিপক্ষ আয়ারল্যান্ড । শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পয়লা অগাস্ট।

আরও পড়ুন- অবসর ভেঙে কি ২০২০ টি-২০ বিশ্বকাপে খেলবেন এবি ডিভিলিয়ার্স?

 

.