সুপার বদলে চেন্নাই হল 'সিনিয়র' কিংস!

এবারের আইপিএল-এ দলপতি ধোনিকে ফিরিয়ে নিয়েছে চেন্নাই। একই সঙ্গে দলে ফিরেছেন সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজাও। নিলামে চেন্নাই নিজের ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেস বোলার লুঙ্গি এনগিড়িকেও।

Updated By: Jan 29, 2018, 02:12 PM IST
সুপার বদলে চেন্নাই হল 'সিনিয়র' কিংস!
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: বুড়ো ঘোড়াদের নিয়ে দল বানাল দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই। গোটা ক্রিকেট বিশ্ব জুড়ে যখন তারুণ্যের জয় গান, তখন অভিজ্ঞতার ওপরই ভরসা রাখল চেন্নাই সুপার কিংস। এই মরশুমের আইপিএল নিলামে নির্বাসন কাটিয়ে কামব্যাক করা চেন্নাই যে দল বাছল তাতে সংখ্যাগরিষ্ঠ ক্রিকেটারের বয়সই ৩০ বছরের বেশি। যা দেখে টুইটার টিপ্পুনি কেটে বলছে, চেন্নাই 'সিনিয়র কিংস'! 

আরও পড়ুন- আইপিএলের নিলামে কোটিপতি হলেন ১৬ বছরের এই আফগান ক্রিকেটার

একনজরে দেখে নিন, চেন্নাই দলের ক্রিকেটারদের নাম এবং বয়স: 

ইমরান তাহির (৩৮ বছর)- দক্ষিণ আফ্রিকা  
হরভজন সিং (৩৭ বছর)
মহেন্দ্র সিং ধোনি (৩৬ বছর)
শেন ওয়াটসন (৩৬ বছর)- অস্ট্রেলিয়া 
ডোয়েন ব্র্যাভো (৩৪ বছর)- ওয়েস্ট ইন্ডিজ 
ফাফ দুপ্লেসিস (৩৩ বছর)- দক্ষিণ আফ্রিকা 
কেদার যাদব (৩২ বছর)
সুরেশ রায়না (৩১ বছর)
করণ শর্মা (৩১ বছর)

আরও পড়ুন- নিলামে প্রাপ্ত অর্থের অর্ধেক পাওয়ার যোগ্য নন বেশিরভাগ ক্রিকেটার, মত বাবুলের

উল্লেখ্য, এবারের আইপিএল-এ দলপতি ধোনিকে ফিরিয়ে নিয়েছে চেন্নাই। একই সঙ্গে দলে ফিরেছেন সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজাও। নিলামে চেন্নাই নিজের ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেস বোলার লুঙ্গি এনগিড়িকেও। এছাড়াও বিদেশী হিসেবে চেন্নাই দলে আছেন নিউ জিল্যান্ডের স্যানটার-সহ ইংল্যান্ড দলের বিলিংস এবং উড। 

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়  

.