আততায়ীর গুলিতে নিহত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক

Updated By: Oct 27, 2014, 11:19 AM IST
আততায়ীর গুলিতে নিহত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক

 

ওয়েব ডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক সেনজো মেয়িবা। রবিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণে ভোসলুরাস শহরে সেনজোর বান্ধবীর বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। ২৭ বছর বয়সী মেয়িবা স্থানীয় অরলান্দো পাইরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন। তিনি গত চারটি আফ্রিকা কাপ অব ন্যাশনের বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছেন।

দক্ষিণ আফ্রিকা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ব্যক্তির সঙ্গে ঝামেলার পরেই সেনজোকে গুলি করে তারা৷ জোহানেসবার্গ থেকে কিছু দূরে ভসলুরাসে সেনজোর বাড়িতে রাত আটটা নাগাদ এদিন দুই ব্যক্তি ঢোকে৷ একজন অবশ্য বাইরেই দাঁড়িয়েছিল৷ সেনজোকে গুলি করার পর তিনজনেই পালিয়ে যায়৷ যদিও দুষ্কৃতিরা বাড়ির অন্য কাউকে খুন করেননি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক তথা গোলরক্ষক সেনজোকে মৃত বলে ঘোষণা করা হয়৷ পুলিস ঘটনার তদন্তে নেমেছে৷ সন্দেহভাজন অভিযুক্তদের ব্যাপারে তথ্য দিতে ১৪ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে পুলিস।

.