সৌরভই তার ধ্রুবতারা জানিয়ে দিল সুদীপ
প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির চিত্তাকর্ষক স্টেপ আউট শটকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের হাতিয়ার করতে চলেছেন সুদীপ চ্যাটার্জি। মহারাজের টিপসে উজ্জীবিত সুদীপ দলীপের ফাইনালেও শতরান করতে মরিয়া।
ওয়েব ডেস্ক: প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির চিত্তাকর্ষক স্টেপ আউট শটকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের হাতিয়ার করতে চলেছেন সুদীপ চ্যাটার্জি। মহারাজের টিপসে উজ্জীবিত সুদীপ দলীপের ফাইনালেও শতরান করতে মরিয়া।
নিজের আদর্শ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির টিপস পেয়ে উজ্জীবিত সুদীপ দলীপের ফাইনালেও পেতে চান শতরান। দলীপ ট্রফির প্রথম ম্যাচে শতরান পেয়েছেন বাংলার এই ক্রিকেটার। শহরে ফেরার পরই সুদীপ চ্যাটার্জিকে স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করার পরামর্শ দিয়েছেন সৌরভ। দাদির এই প্রিয় শটকে কাজে লাগিয়ে আগামিদিনে সফল হতে চান সুদীপ।
আরও পড়ুন- ইতিহাস সৃষ্টি করলেন মৌমা দাস এবং মনিকা বাত্রা
সামনেই রঞ্জি ট্রফি। তার আগে ভিভিএস লক্ষ্মণের কাছে অনুশীলন করে নিজের ব্যাটিংকে আরও ধারালো করতে চান সুদীপ। গতবছর রঞ্জিতে ব্যাট হাতে প্রচুর রান করেছিলেন। এবারও সেই ফর্ম ধরে রেখে ভারতের সিনিয়র দলে জায়গা করে নেওয়াটাই প্রধান লক্ষ্য বাঁহাতি এই বঙ্গ ব্যাটসম্যানের।