সেমিফাইনালে পরাজিত সাইনা, পদকের পথে বিজেন্দ্র
প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হল না সাইনা নেহওয়ালের। শুক্রবার চিনা প্রতিদ্বন্দ্বী তথা বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ইহান ওয়াংয়ের স্ট্রেট গেমে হেরে গেলেন তিনি। খেলার ফল, ২১-১৩, ২১-১৩।
প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হল না সাইনা নেহওয়ালের। শুক্রবার চিনা প্রতিদ্বন্দ্বী তথা বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ইহান ওয়াংয়ের স্ট্রেট গেমে হেরে গেলেন তিনি। খেলার ফল, ২১-১৩, ২১-১৩। তবে সোনা কিংবা রূপোর পদকের সম্ভাবনা শেষ হয়ে গেলেও এখনও ব্রোঞ্জ জেতার সম্ভাবনা রয়েছে সাইনার সামনে।
গতকাল কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ডেন বনকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারে পৌঁছে যান বিশ্বের ৪ নম্বর সাইনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৫, ২২-২০ পয়েন্টে ম্যাচ জিতে নেন তিনি। গগন নারাংয়ের পর দ্বিতীয় পদকের আশায় এখন তাঁর দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু এদিনের পরাজয়ের পর সেই আশা অনিশ্চিত হয়ে পড়ল। বুধবার সকালে পুরুষদের সিঙ্গলসে শেষ আটে পৌঁছেছিলেন পারুপল্লী কাশ্যপ। প্রি-কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বী করণারত্নেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর, মালয়েশিয়ার লি চং ওয়েই'র কাছে ২১-১৯, ২১-১১ ফলে হেরে যান তিনি। অন্যদিকে ডাবলস থেকে ছিটকে যাওয়ার পর তাঁরাও ব্যাডমিন্টনে গড়াপেটার শিকার বলে অভিযোগ করেছিলেন জোয়ালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি। তবে সেই অভিযোগ খারিজ হয়ে গেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার লন্ডন অলিম্পিকের বক্সিংয়ের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের তেরেল গৌসাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিজেন্দ্র সিং। ফলাফল ১৬-১৫। প্রি-কোয়ার্টারের প্রথম রাউন্ডে তেরেল খুব ভালো লড়লেও শেষ পর্যন্ত ৪-৩ ফলাফলে জিতে যান বিজেন্দ্র। দ্বিতীয় রাউন্ডের ফলাফল হয় ৫-৫। কোয়ার্টার ফাইনালে গিয়ে ভারতের আরও একটি পদক জয়ের আশা জিইয়ে রেখেছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে বোঞ্জজয়ী বিজেন্দ্র সিং।