বদ্রীর জায়গায় 'রহস্য স্পিনার'-কে নিল বিরাটের আরসিবি

এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দেখা যাবে রহস্য স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের আর এক দুর্দান্ত স্পিনার স্যামুয়েল বদ্রী ছিলেন আরসিবি দলে। টি২০ বিশ্বকাপেও দুর্দান্ত বল করেছিলেন তিনি। কিন্তু এখন তাঁর চোট রয়েছে। তাই আইপিএলের বাইরে চলে গেলেন বদ্রী।

Updated By: Apr 22, 2016, 03:53 PM IST
বদ্রীর জায়গায় 'রহস্য স্পিনার'-কে নিল বিরাটের আরসিবি

ওয়েব ডেস্ক: এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দেখা যাবে রহস্য স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের আর এক দুর্দান্ত স্পিনার স্যামুয়েল বদ্রী ছিলেন আরসিবি দলে। টি২০ বিশ্বকাপেও দুর্দান্ত বল করেছিলেন তিনি। কিন্তু এখন তাঁর চোট রয়েছে। তাই আইপিএলের বাইরে চলে গেলেন বদ্রী।

তাঁর পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিল দক্ষিণ আফ্রিকার রহস্য স্পিনার তাবরাইজ সামসিকে। দক্ষিণ আফ্রিকার এই স্পিনার এখনও জাতীয় দলের হয়ে খেলেননি। যদিও সীমীত ওভারের ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। ডলফিন, টাইটান্সের হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এখন দেখার এই রহস্য স্পিনার আইপিএলে কেমন পারফর্ম করেন।

.