Neymar On Kerala: 'ঈশ্বরের আপন দেশ'-এ অভিভূত নেইমার! আবেগি পোস্টে হৃদয় জিতলেন ব্রাজিল রত্ন
Neymar On Kerala: চলতি বিশ্বকাপে কেরল খবরের শিরোনামে এসেছিল। জলের ওপর নেইমারের ৪০ ফুট কাট-আউট বানিয়ে চমকে দিয়েছিল ভারতের এই ফুটবলপাগল রাজ্য। কেরলের কীর্তির কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। নেইমার নিজেও দেখেছেন সেই ছবি। কেরালার ফ্যানদের জন্য এবার আবেগি পোস্ট করলেন তারকা ব্রাজিলিয়ান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলিয়ান ফুটবল নক্ষত্র নেইমার (Neymar) নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। কেরালার ফ্যানদের কুর্নিশ জানিয়ে আবেগি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ভারতের দক্ষিণের ফুটবলপাগল রাজ্য কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) আগেই সারা বিশ্বের নজর কেড়েছিল নেইমারের কাটআউট বানিয়ে। কেরলের ব্রাজিলীয় ফ্যানরা কোজিকোড় জেলার পুল্লাভুর নদীর ওপর নেইমারের ৪০ ফুট কাট-আউট বানিয়েছিলেন। শুধু নেইমারেরই নয়, কেরলের ফ্যানরা পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও আর্জেন্টাইন রাজপুত্র লিওনেল মেসিরও (Lionel Messi) এরকম বিরাট কাট-আউট বানিয়ে এসেছিলেন খবরে।
নেইমার ইনস্টাগ্রামে নিজের কাটআউটের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লেখেন, 'বিশ্বের সকল প্রান্তের শিল্পকলার মাধ্যমে অনুরাগ পেয়েছি। অনেক ধন্যবাদ কেরালা, ভারত।'নেইমার এই বিশ্বকাপের অন্যতম ট্র্য়াজিক নায়ক। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে, এক্সট্রা টাইমে অনবদ্য গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তবুও ব্রাজিল অগ্রগমন ধরে রাখতে পারেনি। টাইব্রেকারে খেলা গড়িয়েছিল। মদরিচরা হেসেছিলেন শেষ হাসি। দুরন্ত খেলেও দলকে জেতাতে পারেননি ব্রাজিলের 'পোস্টার বয়'। ক্রোটদের কাছে হেরেই ব্রাজিল বিদায় নেয় বিশ্বকাপ থেকে। যা মেনে নিতে পারেনি সারা বিশ্বের ব্রাজিল ফ্য়ানরা। ম্য়াচের পর অঝোরে কেঁদেছেন নেইমার। তাঁকে শান্ত করতে পারেননি সতীর্থরা।
অলিম্পিক্সের সোনার পদক জয়ী পারেননি বিশ্বকাপ স্পর্শ করতে। তবে তিনি পেরেছেন ইতিহাস লিখতে। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলস্টোন স্পর্শ করেছেন পিএসজি স্টার। যদি পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ। ২০১৪ এবং ২০১৮ সালের পর জীবনের তৃতীয় বিশ্বকাপ খেললেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তাঁকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। পরের বিশ্বকাপ খেলার ব্যাপারে নেইমার ধোঁয়াশা রেখে দিয়েছেন। দেখা যাক নেইমার পরের বিশ্বকাপে খেলেন কিনা! ফ্যানরা যদিও নেইমারকে দেখার জন্য মুখিয়ে থাকবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)