East Bengal | ISL 2024-25: পঞ্জাবের ডেরায় ঢুকে গোলবর্ষণ ইস্টবেঙ্গলের, চলে এল লিগে ঐতিহাসিক জয়ের রেকর্ড...

Punjab FC vs East Bengal: পঞ্জাবের ডেরায় ঢুকে মশাল জ্বালিয়ে এল ইস্টবেঙ্গল...  

Updated By: Feb 22, 2025, 08:17 PM IST
East Bengal | ISL 2024-25: পঞ্জাবের ডেরায় ঢুকে গোলবর্ষণ ইস্টবেঙ্গলের, চলে এল লিগে ঐতিহাসিক জয়ের রেকর্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে মহামেডানকে (Mohammedan Sporting Vs East Bengal) মিনি ডার্বিতে ৩-১ উড়িয়ে ইস্টবেঙ্গল উড়ে গিয়েছিল পঞ্জাবে। শনিবার পঞ্জাবের ডেরায় ঢুকে গোলবর্ষণ করল লাল-হলুদ (Punjab FC vs East Bengal)... জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অস্কার ব্রুজোর টিম ৩-১ গোলে হারাল পানাজিওটিস ডিমপেরিসের টিমকে। এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল লিগ তালিকায় ১১ নম্বর থেকে চলে এল ১০ নম্বরে। 

আরও পড়ুন: রবিবাসরীয় মহারণে রোহিত-রিজওয়ান, কোথায় কখন কীভাবে দেখবেন 'মাদার অফ অল ব্যাটল'?

চলতি লিগে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম পর্বে ইস্টবেঙ্গল খেলেছিল নিজেদের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। গত ১৭ ডিসেম্বরের রাত ভুলতে পারবেন না কোনও লাল-হলুদ সমর্থকই। সে রাতে ইস্টবেঙ্গল দু'গোলে পিছিয়েও ৪-২ ম্যাচ জিতে নিয়েছিল। ইস্টবেঙ্গলের আইএসএল ইতিহাসে সেই ম্যাচ এখনও পর্যন্ত সেরা হয়েই থাকবে। পঞ্জাবকে দেখলেই যেন জ্বলে উঠছে মশালবাহিনী। দুই পর্ব মিলিয়ে পঞ্জাবকে ৭ গোল দিয়ে তিন গোল হজম করল তারা। 

ইস্টবেঙ্গলের শেষ ছয়ে যাওয়ার আশা কার্যত নেই বললেই চলে, তবুও খাতায়-কলমে অঙ্কের সমীকরণে দেখতে গেলে তা সরু সুতোয় ঝুলছে। অস্কারের মাথায় আর অঙ্কের হিসেব নেই। তিনি চাইছেন পরপর ম্যাচ জিততে। মহামেডান-পঞ্জাবকে হারিয়ে লাল-হলুদ আপাতত প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল। এদিন প্রথম একাদশে সাউল ক্রেসপোকে ফেরানো ছাড়া কোনও বদল আনেননি। 

এদিন পঞ্চনদের দলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লাল-হলুদ। ১৫ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। দিমিত্রিওস দিয়ামানতাকোস প্রতিপক্ষের রক্ষণের ভুলে পায়ে বল পেয়ে শট মেরেছিলেন। তবে তাঁর শট পঞ্জাব গোলকিপার রবি কুমারের অনায়াসে আটকানোর কথা ছিল। কিন্তু তা না করে তিনি পায়ের ফাঁক দিয়ে গলিয়ে দেন। 

বিরতিতে এক গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল, দ্বিতীয়ার্ধের শুরুতেই ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ পকেটে পুরে ফেলে। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় লাল-হলুদ। মেসি বৌলির পাস থেকে পিভি বিষ্ণুর পায়ে বল প্রতিহত হয়ে চলে গিয়েছিল নাওরেম মহেশের কাছে। জোরাল শটে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি মহেশ। ৫৪ মিনিটে লালচুননুঙ্গা ফ্রি-কিকে পঞ্জাবের জালে বল জড়িয়ে দেন। ৬২ মিনিটে পঞ্জাবের একমাত্র গোলটি আসে ইজেকুইয়েল ভিদালের পা থেকে। চলতি লিগে ইস্টবেঙ্গল ৭ ম্যাচ জিতল, যা এখনও পর্যন্ত আইএসএলের কোনও মরসুমে লাল-হলুদের সর্বাধিক জয়ের রেকর্ড।

আরও পড়ুন: যত কাণ্ড লাহোরে; মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, স্টেডিয়াম শুনল 'জন গণ মন'!

এই জয় ইস্টবেঙ্গলকে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে আগামী বুধবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে যুবভারতীতে। শুধু আইএসএলই নয়, লাল-হলুদ কিন্তু সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগও খেলবে। ফলে যত বেশি জয় অস্কারের টিম তুলে আনতে পারবে, তত বেশি আত্মবিশ্বাস বাড়বে টিমের।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.