শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরছেন মুরলী বিজয়
নিজস্ব প্রতিবেদন: চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছেন তারকা ওপেনার মুরলী বিজয়। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে প্রথম দু'টি টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন চেন্নাইয়ের এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সিরিজের আগে কাঁধে চোট পেয়ে দল থেকে ছিটকে যান মুরলী। তার বদলে দলে জায়গা পেয়েছিলেন বাঁহাতি ওপেনার ধাওয়ান। বিজয়ের সঙ্গেই বিসিসিআই ঘোষিত ১৫ জনের ভারতীয় স্কোয়াডে নাম রয়েছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজারও। উল্লেখ্য, এই সিরিজে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন- বিসিসিআইয়ের কাছে বিশ্রাম চাইলেন বিরাট
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম ভারত টেস্ট সিরিজ। ভারতের বিরুদ্ধে তিনটি করে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে লঙ্কা ব্রিগেড। এই সিরিজ শুরু হওয়ার আগে বিরাট বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করলেও বোর্ড এখনও পর্যন্ত তাতে সিলমোহর দেয়নি। আর সে কারণেই শ্রীলঙ্কা সফরে তাঁকে দলে রেখেছে বোর্ড।
একনজরে দেখে নিন ভারতীয় স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক)
অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক)
কুলদীপ যাদব
আর অশ্বিন
রবীন্দ্র জাদেজা
ভুবনেশ্বর কুমার
মহম্মদ সামি
উমেশ যাদব
ইশান্ত শর্মা
হার্দিক পান্ডিয়া
চেতেশ্বর পূজারা
লোকেশ রাহুল
ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক)
শিখর ধাওয়ান
মুরলী বিজয়
#TeamIndia for first two Test matches against Sri Lanka. The 3-match Test series begins from the 16th of November in Kolkata #INDvSL pic.twitter.com/o2Ib0Qjqzf
— BCCI (@BCCI) October 23, 2017