আই লিগের গ্রহে কালই ঢুকে পড়ছে মোহনবাগান
খারাপ সময়ে দলের সঙ্গে থাকতে শিলং যাচ্ছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।বুধবারই আই লিগের ম্যাচ খেলতে শহর ছাড়ছে সবুজ-মেরুন শিবির।
Updated By: Oct 2, 2012, 09:10 PM IST
খারাপ সময়ে দলের সঙ্গে থাকতে শিলং যাচ্ছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।বুধবারই আই লিগের ম্যাচ খেলতে শহর ছাড়ছে সবুজ-মেরুন শিবির।বৃহস্পতিবারই সম্ভবত শিলং উড়ে যাচ্ছেন মোহনবাগান সচিব।যাচ্ছেন ফুটবল সচিবও।
মের পাশে থাকার পাশাপাশি কোচ সন্তোষ কাশ্যপের পারফরম্যান্সের উপরও যে মোহনবাগান সচিবের তীক্ষ্ণ নজর থাকবে,তা বলাই বাহুল্য।গত এক সপ্তাহ ধরে মোহনবাগানে ডামাডোল চলছেই।প্রতিদিনই সামনে চলে আসছে একের পর এক বিতর্ক।বিতর্ক ঠেকাতে দলের সব সদস্যের মুখ বন্ধ করে দিয়েছেন ক্লাব কর্তারা।এর মধ্যে আবার পদত্যাগ করেছেন সহকারি কোচ।তাই শিলংয়ে জয়ই একমাত্র স্বস্তির পথ হতে চলেছে মোহনবাগানের।