সারদা কাণ্ড থেকে শিক্ষা নিতে চায় মোহনবাগান
অসংখ্য মানুষের চোখের জল ঝড়ানো চিটফান্ড কোম্পানিগুলিকে ভবিষ্যতে ক্লাবের স্পনসর হিসাবে নেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করল মোহনবাগান ক্লাব।
Updated By: Apr 25, 2013, 08:58 PM IST
অসংখ্য মানুষের চোখের জল ঝড়ানো চিটফান্ড কোম্পানিগুলিকে ভবিষ্যতে ক্লাবের স্পনসর হিসাবে নেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করল মোহনবাগান ক্লাব। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্তর ব্যক্তিগত অভিমত এই ধরনের সংস্থাকে ক্লাব থেকে দুরে রাখাই উচিত।
এই ব্যাপারে দু-এক দিনের মধ্যে ক্লাব কর্মসমিতির বৈঠক। এই ব্যাপারে সারদা কাণ্ডের জেরে সমস্যায় পড়তে চলেছে কলকাতা ফুটবলও। ছোট থেকে বড়, সব ক্লাবই এবার দল গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়বে বলে মনে করেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। কারণ বিভিন্ন চিটফাণ্ড কোম্পানি এই মুহূর্তে কলকাতার বহু ক্লাবের স্পনসর।
Tags: