ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত শামি! তদন্তে বিসিসিআই
হাসিন এবং শামির ফোনালাপের 'অডিও ক্লিপ' শুনেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে ঘুম ভাঙল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। শামি-পত্নী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে এবার জাতীয় দলের স্পিডস্টারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু করল বিসিসিআই। ডিএনএ প্রকাশিত খবর অনুযায়ী, শীর্ষ আদালত নির্দেশিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস ইতিমধ্যেই দুর্নীতি দমন শাখাকে শামির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। নীরজ কুমারের নেতৃত্বাধীন দুর্নীতি দমন শাখা এই তদন্ত করবে বলে শোনা যাচ্ছে।
মহম্মদ শামির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে?
পাকিস্তানি তরুণী আলিশবার থেকে টাকা নিয়েছেন ভারতীয় দলের তারকা পেস বোলার মহম্মদ শামি। ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের মাধ্যমে সেই টাকা শামির হাতে এসেছে বলে দাবি করেছেন শামি পত্নী। হাসিন জাহানের এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর লালবাজারের চিঠি বোর্ড কর্তাদের হাতে আসতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে তাঁরা। এর আগে, শামি-পত্নীর বিস্ফোরক অভিযোগের ওপর ভিত্তি করেই শামির সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
কী কী বিষয় জানতে চাইছে তদন্তকারীরা?
- কে এই পাকিস্তানি তরুণী? আলিশবার সঙ্গে কীভাবে যোগাযোগ হল ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের?
- টাকা নেওয়ার যে অভিযোগ শামির বিরুদ্ধে উঠছে, তা আদৌ সত্য কিনা?
- শামি যদি টাকা নিয়ে থাকেন, তাহলে কী কারণে তিনি তা নিয়েছিলেন?
সূত্রের খবর, হাসিন এবং শামির ফোনালাপের 'অডিও ক্লিপ' শুনেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বোর্ড। উল্লেখ্য, হাসিনের সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন মহম্মদ শামি। ভারতীয় দলের এই স্পিডস্টারের দাবি, তাঁর ক্রিকেট কেরিয়ার নষ্ট করতেই পরিকল্পনা করা হয়েছে। তিনি গভীর চক্রান্তের শিকার।