Mirabai Chanu: শাড়িতে 'রুপোর মেয়ে'! চেনাই যাচ্ছে না মীরাবাঈ চানুকে, দেখুন সেই ছবি
চানুকে দেখে চমকে গিয়েছে নেটপাড়া!
নিজস্ব প্রতিবেদন: একেবারে অন্য অবতারে মীরবাঈ চানু (Mirabai Chanu)! অলিম্পিক্স রুপোজয়ী ভারোত্তোলককে দেখা গেল ট্র্যাডিশনাল মণিপুরি শাড়িতে। যে ছবি দেখে সকলেই চমকে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে চানু টুইটারে এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়।
ইম্ফলের বছর ছাব্বিশের চানু কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছেন। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়ে ইতিহাস লিখেছেন চানু।
Always happy to be in my traditional outfits. pic.twitter.com/iY0bI69Yh5
(@mirabai_chanu) August 12, 2021
আরও পড়ুন: Lionel Messi: প্যারিসের মানুষকে ভালবাসা জানিয়ে পরের টার্গেট বললেন মেসি
৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের ঝিহুই হউ। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড ধারী চানু ২০২ পয়েন্ট পেয়েছিলেন। হউয়ের প্রাপ্ত ছিল পয়েন্ট চানুর থেকে ৮ বেশি। চানু মোট ২০২ কেজি ভারোত্তোলন করেছিলেন ৪৯ কেজি বিভাগে। স্ন্যাচে ৮৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ভার কাঁধে নেন তিনি। তৃতীয় স্থানে শেষ করেছিলেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)