IPL 2023: আইপিলের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ রান লখনউয়ের! ২০০ টপকেও হার পঞ্জাবের
হাফ-সেঞ্চুরি করেন কাইল মায়ের্স ও মার্কাস স্টাইনিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০ ওভারে আড়াইশো পার! স্রেফ জয় নয়, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল কিংস ইলেভেন পঞ্জাব। দুশোর টপকেও হার স্বীকার করতে হল শিখর ধাওয়ানদের।
মোহালিতে টস হেরে শুরুতে ব্য়াট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ১ রান। এরপর খেলা ঘোরে যায়! ঝড়ের গতিতে রান উঠতে থাকে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৪ রান সংগ্রহ করে লখনউ। ৭.৪ ওভারে একশোর গণ্ডি পেরিয়ে যায় স্কোর! এরপর ১৫.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করে লখনউ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ওঠে ২৫৭। হাফ-সেঞ্চুরি করেন কাইল মায়ের্স ও মার্কাস স্টাইনিস।
Highest IPL team score :
RCB - 263 (vs PWI in 2013)
LSG - 257 (vs PBKS today)
RCB - 248 (vs GL in 2016)
CSK - 246 (vs RR in 2010)
KKR - 245 (vs PBKS in 2018)
CSK - 240 (vs PBKS in 2008)
RCB - 235 (vs MI in 2015)
CSK - 235 (vs KKR in 2023)RCB record is yet…
— Raja Sekhar Yadav (@cricketwithraju) April 28, 2023
Match 38. Lucknow Super Giants Won by 56 Run(s) https://t.co/cS0dBLmzWT #TATAIPL #PBKSvLSG #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 28, 2023
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার-প্লে-তেই বিপাকে পড়ে পঞ্জাব। ৫৫ রান তুললেও, প্য়াভিলিয়নে ফেরত যান দলের দুই ব্য়াটারও। রা শেষমেশ ১৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায়। ৫৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে লখনউ সুপার জায়ান্টস।