IPL 2021: যাঁর বলে বোল্ড হলেন, তাঁরই পিঠ চাপড়ে দিলেন কিং Kohli! ভিডিয়ো ভাইরাল
ব্যাট হাতে ১৭ বলে দুরন্ত ২৫ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি বল হাতে কামাল করেছেন হরপ্রীত।
নিজস্ব প্রতিবেদন: মোতেরায় রয়্যাল চ্যালেঞ্জার্সকে ব্যাঙ্গালোরকে (RCB) ৩৪ রানে হারিয়েছে কিংস পঞ্জাব (PBKS)। কেএল রাহুলের (৫৭ বলে অপরাজিত ৯১) অসাধারণ ব্যাটিংকেও ঢেকে দিয়েছে পঞ্জাবের তরুণ স্পিনার হরপ্রীত ব্রারের (Harpreet Brar) পারফরম্যান্স।
ব্যাট হাতে ১৭ বলে দুরন্ত ২৫ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি বল হাতে কামাল করেছেন হরপ্রীত। চার ওভারের স্পেলে ৩ উইকেট তুলে নিয়েছেন হরপ্রীত। আর যাঁদের তিনি আউট করেছেন, তাঁরা আরসিবি-র ব্যাটিংয়ের 'ব্যাকবোন'। হরপ্রীতের শিকার হয়েছেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। ভয়ঙ্কর এই ত্রিফলা একাই বেঁকিয়ে দিয়েছেন হরপ্রীত। কোহলিকে তিনি ক্লিন বোল্ড করে দিয়েছেন।
First, the wicket & then, the appreciation from the man himself! @thisisbrar will surely cherish this moment with @imVkohli! #VIVOIPL #PBKSvRCB pic.twitter.com/ovXmadbyKN
— IndianPremierLeague (@IPL) April 30, 2021
আরও পড়ুন: IPL 2021: David Warner এখন অতীত, SRH সামলাবেন Kane Williamson
ম্যাচের সেরাও হয়েছেন হরপ্রীত। তরুণ স্পিনারে এতটাই মোহিত হয়েছেন কোহলি, যে ম্যাচের পর নিজে গিয়ে হরপ্রীতের পিঠ চাপড়ে দেন তিনি। কিং কোহলির এই আচরণে মোহিত সোশ্যাল মিডিয়া। রাতারাতি ভাইরাল হয়েছে ভিডিও। হরপ্রীত বলছেন, "আমি মোগায় (পঞ্জাবের শহর) থাকি। আমি নিশ্চিত বাড়িতে সকলে আমার পারফরম্যান্সের জন্য গর্বিত এবং খুশি। কোহলি যখন আমাকে মেরেছিল আমি কিন্তু ভাবিত ছিলাম না, কারণ আমি জানি একজন বোলার সবসময় দ্বিতীয় সুযোগ পায় ফিরে আসার। কোহিল পাজি আমার প্রথম আইপিএল উইকেট। এটা ভীষণ স্পেশ্যাল। এই উইকেট পাওয়ার পরেই একটা ফ্লো চলে এসেছিল। আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম।"