বিদেশের মাটিতে ফের স্বপ্নভঙ্গ ভারতের, হ্যামিলটনে হেরে হারাল একদিনের শীর্ষস্থান

যতই শক্তিশালী দল হোক, ৩৫০-র উপর রান হোক, ভারত ফুঁতকারে উড়িয়ে দিতে পারে যদি হয় ঘরের মাঠ। কিন্তু বিদেশের মাটিতে বিশ্বের এক নম্বর দল, একদিনের ফরম্যাটে সেরা সেরা খেলোয়াড় থাকা সত্ত্বেও কেমন যেন হীনমন্য খেলার বহিঃপ্রকাশ হয়, আর এর রহস্য ভেদ করতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ ব্যর্থ। `বিদেশের মাটিতে ভারতের স্বপ্নভঙ্গ` এই লাঞ্চনা ভারতের দীর্ঘদিনের। ফের প্রমাণ করল আরও একবার হ্যামিলটনে হেরে। সঙ্গে ভারত আরও একটি প্রাপ্তি ওয়ান ডের সিংহাসন হারানো।

Updated By: Jan 23, 2014, 01:10 PM IST

যতই শক্তিশালী দল হোক, ৩৫০-র উপর রান হোক, ভারত ফুঁতকারে উড়িয়ে দিতে পারে যদি হয় ঘরের মাঠ। কিন্তু বিদেশের মাটিতে বিশ্বের এক নম্বর দল, একদিনের ফরম্যাটে সেরা সেরা খেলোয়াড় থাকা সত্ত্বেও কেমন যেন হীনমন্য খেলার বহিঃপ্রকাশ হয়, আর এর রহস্য ভেদ করতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ ব্যর্থ। `বিদেশের মাটিতে ভারতের স্বপ্নভঙ্গ` এই লাঞ্চনা ভারতের দীর্ঘদিনের। ফের প্রমাণ করল আরও একবার হ্যামিলটনে হেরে। সঙ্গে ভারত আরও একটি প্রাপ্তি ওয়ান ডের সিংহাসন হারানো।

ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিউই দল উইলিয়াম, টেলর, অ্যান্ডারসনের হাত ধরে ২৭১ রান করলেও আকাশের মুখ ভার হওয়ায় ধোনির পিঠে রানের বোঝা আরও বেড়ে যায়। ওভার কমে আসে ৪২-এ। ডাকওয়োর্থ লুইস মেথোডে রান দাঁড়ায় ২৯৩। প্রথম ম্যাচের মতো মহম্মদ সামির উল্লেখযোগ্য বোলিং আজও নজর কেড়েছে। ৩টি উইকেট নেন তিনি।

২৯২ রানের জবাবে ভারতের ব্যাটিং শুরুটা খারাপ হয়নি। যেদিন ঈশ্বর মুখ ফিরিয়ে থাকেন তখন বিরাট কোহলির উত্কৃষ্ট ৭৮ রানও পূজার অর্ঘ্য হয়ে উঠতে পারে না। অধিনায়ক ধোনি শেষ পর্যন্ত ছিলেন। অর্ধশতরানও করলেন। কিন্তু বিরাট পড়ে যাওয়ার পর একধার থেকে বিরাট ধস নেয়। রায়না ৩৫, জাদেজা ১২ শেষে অধিনায়ক উইলিয়ামকে ক্যাচ দিয়ে প্যাভিলয়নে ফেরেন ৫৬ রান করে। এর সঙ্গেই ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় অ্যান্ডারসন আর সাউদি।

এখনও ৩টি ম্যাচ বাকি। কিন্তু সিরিজ জয়ের আশা ক্ষীণ। তবে ধারাবাহিক জেতার স্বপ্ন দেখলে বিদেশের মাটিতে নিশ্চয়ই ধান বুনতে পারবেন মিস্টার ইমপসিবেল মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় একদিনের ম্যাচ অকল্যান্ডে, ২৫ জানুয়ারি।

বিস্তারিত স্কোরবোর্ড

.