সাফ কাপের প্রথম ম্যাচেই ড্র করল ভারত

সাফ কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারত। আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল স্যাভিও মেদেইরার দল। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, রেঞ্জার্সে ট্রায়াল দিয়ে আসা সুনীল, জেজেকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ।

Updated By: Dec 3, 2011, 11:18 PM IST

সাফ কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারত। আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল স্যাভিও মেদেইরার দল। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, রেঞ্জার্সে ট্রায়াল দিয়ে আসা সুনীল, জেজেকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ। সবাইকে চমকে দিয়ে খেলার পাঁচ মিনিটেই আফগানিস্তানকে এগিয়ে দেন বালাল আরেজো। যদিও সমতা ফেরাবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। পাঁচ মিনিটের মধ্যে দুরন্ত গোল করে ভারতকে সমতায় ফেরান সুনীল ছেত্রী।ভারতীয় দলের মাঝমাঠকে এদিন একেবারেই ছন্দে পাওয়া যায়নি। স্টিভেন ডায়াস ছিলেন একেবারেই সাদামাঠা। দ্বিতীয়ার্ধে উজ্জ্বীবিত ফুটবল উপহার দেয় আফগানিস্তান। ভারতীয় গোলের নীচে দুরন্ত পারফরম্যান্স করেন গোলকিপার করণজিত সিং। খেলার শেষ পর্বে বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচান সালগাঁওকরের এই গোলকিপার।সাফ কাপে প্রথম ম্যাচে সুনীলদের পারফরম্যান্স দেখে গতবারের চ্যাম্পিয়নদের সম্পর্কে খুব বেশি আশা না করাই ভাল।

.