পুলিশের আপত্তি, তাই আই লিগে পিছল ইস্টবেঙ্গল ম্যাচ

পুলিসি আপত্তিতে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের আই লিগের ম্যাচ। ২৭ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর যুবভারতী হবে ইস্টবেঙ্গল-পুণে এফ সি ম্যাচ। আগের সূচি অনুযায়ী ২৭ অক্টোবর হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু উত্‍সবের মরসুমে পুলিস দিতে রাজি হয়নি প্রশাসন। ইস্টবেঙ্গল কর্তারা বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার এব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইএফএ আর ইস্টবেঙ্গল।

Updated By: Oct 18, 2012, 08:29 PM IST

পুলিসি আপত্তিতে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের আই লিগের ম্যাচ। ২৭ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর যুবভারতী হবে ইস্টবেঙ্গল-পুণে এফ সি ম্যাচ। আগের সূচি অনুযায়ী ২৭ অক্টোবর হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু উত্‍সবের মরসুমে পুলিস দিতে রাজি হয়নি প্রশাসন। ইস্টবেঙ্গল কর্তারা বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার এব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইএফএ আর ইস্টবেঙ্গল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়েও ম্যাচ করা যাবে না। তাই একপ্রকার বাধ্য হয়েই ম্যাচের দিন পরিবর্তন করতে হয় আই লিগ কমিটিকে।
এদিকে শুক্রবার থেকেই আবার অনুশীলনে নেমে পড়ছে ইস্টবেঙ্গল। ইউনাইটেড সিকিম ম্যাচের পর দলের ফুটবলারদের এক সপ্তাহ বিশ্রাম দিয়েছিলেন মরগ্যান। নিজেও ছুটি কাটাতে দেশে ফিরে গেছিলেন। এক সপ্তাহের বিশ্রামের পর শুক্রবার থেকেই পুরোদমে অনুশীলনে নেমে পড়ছেন মেহতাবরা।যদিও শুক্রবারের অনুশীলনে থাকছেন না মরগ্যান। সহকারী কোচ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানেই অনুশীলন হবে। রবিবার রাতে শহরে ফিরে সোমবার থেকেই অনুশীলনে যোগ দেবেন মরগ্যান। পুণে এফ সি ম্যাচ দু দিন পিছিয়ে যাওয়ায় বাড়তি সময় পাচ্ছেন লাল-হলুদ ফুটবলাররা। মরসুমের শুরু থেকে ইস্টবেঙ্গল যেভাবে টানা খেলে চলেছে, তাতে এই এক সপ্তাহের বিশ্রাম ভীষণভাবে দরকার ছিল বলে মনে করছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।

.