অবসর জল্পনা উস্কে ধোনিকে নিয়ে টুইট বিরাটের! অনেক 'শিক্ষা' হয়েছে বললেন কোহলি
আগে অনেক ক্রিকেটার প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবারই ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, এই ম্যাচটা কখনও ভোলা যাবে না। স্পেশাল নাইট! এমএস ধোনিতো আমাকে এমন ছুটিয়েছিল যেন ফিটনেস টেস্ট দিয়েছিলাম। আর তাতেই যেন ধোনির অবসর জল্পনা আরও উসকে যায়।
ধোনির অবসরের জল্পনা চলছে গত কয়েক মাস ধরে। বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন বলে ধারণা করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু ধোনি বিশ্বকাপ শেষ হওয়ার পর অবসর নেননি। সেনার ডিউটিতে যোগ দেবেন বলে বিসিসিআই-এর কাছে দুই মাসের ছুটির আবেদন করেছিলেন ধোনি। যার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাঁকে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এসবের মাঝে বিরাটের টুইট জল্পনা বাড়িয়ে দেয়।
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test @msdhoni pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই টুইট নিয়ে সাফাই দিলেন বিরাট। তিনি বলেন, " আপনি পছন্দ করতে পারেন আবার নাও করতে পারেন। কিন্তু অভিজ্ঞতার সবসময়ই একটা দাম আছে। আগে অনেক ক্রিকেটার প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আর ধোনি তো কেরিয়ারে সেটা বার বার প্রমাণ করেছে। ধোনি কবে অবসর নেবে সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এ ব্যাপারে কারোর পরামর্শ প্রয়োজন নেই।"
আরও পড়ুন - আজ বাংলাদেশকে হারালেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়বে আফগানরা
আর বৃহস্পতিবারের টুইট প্রসঙ্গে ক্যাপ্টেন কোহলি বলেন, " আমার মাথায় এরকম কিছু ছিলই না। আমি ঘরে বসেই পুরনো ছবিটা দিয়েছিলাম।আর এটাই খবর হয়ে গেল। পুরো ব্যাপারটাই আমার কাছে শিক্ষা। আসলে আমি যা ভাবছি সেটা সবাই নাও ভাবতে পারে। আসলে ওই ম্যাচটা আমার কাছে স্পেশাল ছিল তাই ছবিটা পোস্ট করেছিলাম। কিন্তু পাবলিক ব্যাপারটা অন্যরকম করে দিয়েছে।"