নাইটদের নেতা কে? জানা যাবে ৪ মার্চ
এক্ষেত্রে হেড কোচ জ্যাক কালিসের পছন্দ বিদেশি ক্রিকেটার। তবে ঠিক উলটো মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
নিজস্ব প্রতিবেদন: একাদশ আইপিএলে কে হবেন নাইটদের নেতা? জানা যাবে ৪ মার্চ। ওই দিন সকালে টেলিভিশন অনুষ্ঠানে ঘোষণা করা হবে কেকেআরের পরবর্তী অধিনায়কের নাম। গৌতম গম্ভীর দল ছাড়ার পর থেকে কলকাতার ক্রিকেট ফ্যানদের মধ্যে পরবর্তী অধিনায়ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এক্ষেত্রে হেড কোচ জ্যাক কালিসের পছন্দ বিদেশি ক্রিকেটার। তবে ঠিক উলটো মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
‘#KKR Ka Captain Kaun’ is the question on every @KKRiders fans’ mind! Catch @SGanguly99 discuss it all on #KnightClub only on Star Sports! pic.twitter.com/36aEFSoDxO
— Star Sports (@StarSportsIndia) February 22, 2018
কালিসের উল্টোপথে হেঁটে এক বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, দেশীয় ক্রিকেটারকেই নাইটদের নেতা হিসেবে চাইছেন তিনি। নাইট ক্লাব শো অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়েছেন, "কলকাতা ফ্র্যাঞ্চাইজির কাছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গৌতম গম্ভীরের ওপর টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন যেমন আস্থা রেখেছিল এবার নতুন যে অধিনায়কের ওপর ঠিক তেমন আস্থা রাখতে হবে। কেকেআরের এবারের দল দেখে আমার মনে হয়েছে, রবিন উথাপ্পাই এই দলের যোগ্য নেতা। যদিও দলে দীনেশ কার্তিক, ক্রিস লিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকলেও রবিন উথাপ্পা দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন। অভিজ্ঞতার নিরিখে সব চেয়ে এগিয়ে তিনি। শুধু তাই নয়, উথাপ্পা একদিকে যেমন মারকাটারি ব্যাটসম্যান তেমনই ফ্যানদের বেশ পছন্দের। আমার মতে কিং খানের দলে উথাপ্পাই গম্ভীরের যোগ্য উত্তরসূরী।"
ইতিমধ্যেই 'কেকেআর কা ক্যাপটেন কৌন?'- টুইটারে শুরু হয়ে গেছে ফ্যানদের মধ্যে লড়াই। ৪ মার্চ, সকাল ৯ টা থেকে স্টার স্পোর্টসে সরাসরি জানা যাবে কে হবেন এবার কলকাতার ক্যাপ্টেন।