অনুষ্কার মতো বিদ্রুপের শিকার রোনাল্ডোর বান্ধবী
বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর জর্জিনাকে একই কথা বলে বিদ্রুপ করল ফুটবল সমর্থকরা।
![অনুষ্কার মতো বিদ্রুপের শিকার রোনাল্ডোর বান্ধবী অনুষ্কার মতো বিদ্রুপের শিকার রোনাল্ডোর বান্ধবী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/02/126724-untitled-3.jpg)
নিজস্ব প্রতিনিধি : জর্জিনা রডরিগেজ ও অনুষ্কা শর্মা কোথাও গিয়ে একই বিন্দুতে মিশলেন। সেবার বিরাট কোহলির বান্ধবীকে যা যা সহ্য করতে হয়েছিল এবার তাই হজম করতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবীকে।
আরও পড়ুন- 'আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বয়ফ্রেন্ডের ব্যাটিং দেখতে মাঠে এসেছিলেন অনুষ্কা। দুর্ভাগ্যক্রমে সেই ম্যাচে রান পাননি বিরাট। ব্যস, বিরাট ভক্তদের যাবতীয় রাগ-ক্ষোভ গিয়ে পড়েছিল অনুষ্কার উপর। তাঁকে 'আনলাকি' বলেছিল সমর্থকরা। একই ঘটনা এবার রোনাল্ডোর বান্ধবীর সঙ্গেও হল। বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর জর্জিনাকে একই কথা বলে বিদ্রুপ করল ফুটবল সমর্থকরা।
আরও পড়ুন- রোনাল্ডো কেন ফুলহাতা জার্সি পরে মাঠে নামে, জানেন?
উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগাল হারার পর থেকেই কিছু সমর্থকের বিদ্রুপের শিকার হলেন জর্জিনা। তাঁকে ব্যঙ্গ করে এক সমর্থক লিখলেন, ''তোমার বয়ফ্রেন্ড তো এবার বাড়ির পথে। বাই বাই!'' আরেকজন এক ধাপ এগিয়ে লিখলেন, ''ম্যাচ দেখতে যাওয়াটাই তোমার সব থেকে বড় ভুল। তুমি আনলাকি।''