অস্তাচলে শ্রীনি, উদয়ের পথে সানি

সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন শ্রীনিবাসন। লড়বেন না বোর্ডের নির্বাচনে। বোর্ড সভাপতি পদকে ঘিরে নয়া সমীকরণ।

Updated By: Feb 27, 2015, 11:47 PM IST
অস্তাচলে শ্রীনি, উদয়ের পথে সানি

ওয়েব ডেস্ক:সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন শ্রীনিবাসন। লড়বেন না বোর্ডের নির্বাচনে। বোর্ড সভাপতি পদকে ঘিরে নয়া সমীকরণ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচনে লড়বেন না এন শ্রীনিবাসন। শুক্রবার সুপ্রিম কোর্টকে জানিয়ে দেন শ্রীনির আইনজীবী কপিল সিব্বল। পাশাপাশি চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শ্রীনিবাসনকে সাধারণ সদস্য হিসেবে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে বোর্ড সভাপতি পদের প্রার্থী হিসেবে উঠে এল ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের নাম। শ্রীনিবাসন গোষ্ঠি যখন সঞ্জয় প্যাটেলকে এই পদের প্রার্থী হিসেবে ভাবছে তখন বিরোধীরা জগমোহন ডালমিয়া,শশাঙ্ক মনোহর বা রাজীব শুক্লাকে প্রার্থী করার জন্য উঠে পড়ে লেগেছে। সভাপতি পদে প্রার্থী হতে পারেন শরদ পওয়ারও। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পওয়ার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ক্রিকেটকে পরিচ্ছন্ন করার জন্য সর্বসম্মতিক্রমে গাভাসকরকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

 

.