WATCH | Rahul Dravid: সাজঘরে রয়েছেন #IndiranagarKaGunda ! আগ্রাসী দ্রাবিড়ের জন্য আবেগের বিস্ফোরণ

Dravid gets pumped up as Siraj gets Khawaja on successful review: মহম্মদ সিরাজের বলে উসমান খোয়াজা আউট হতেই সাজঘরে লাফিয়ে ওঠেন হেডকোচ রাহুল দ্রাবিড়। যা দেখে বছর দুয়েক আগের এক বিজ্ঞাপনে ফিরে যান নেটিজেনরা। তাঁরা বলতে শুরু করেন যে, নাগপুরে ফিরেছেন  #IndiranagarKaGunda।  

Updated By: Feb 9, 2023, 01:03 PM IST
 WATCH | Rahul Dravid: সাজঘরে রয়েছেন #IndiranagarKaGunda ! আগ্রাসী দ্রাবিড়ের জন্য আবেগের বিস্ফোরণ
আগ্রাসী দ্রাবিড়ে মজে নেটিজেনরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধের পর্দা উঠেছে নাগপুরে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT) প্রথম টেস্ট। রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে টস জিতে প্যাট কামিন্সের (Pat Cummins) দল প্রথমে ব্যাট করছে। আর ব্যাট করতে নেমেই প্রথম সেশনে জোড়া ধাক্কা খেয়েছে ক্যাঙারু বাহিনী। ৫ ওভারে ২০ রান তুলতে গিয়েই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) ও উসমান খোয়াজা (Usman Khawaja) (১) ফিরে যান মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে এলবিডব্লিউ হয়ে যান খোয়াজা। মহম্মদ শামি ছিটকে দিয়েছেন ওয়ার্নারের উইকেট। মাঠের আম্পায়ার জানিয়ে দেন যে, খোয়াজা আউট হননি। এরপরেই ভারত রিভিউ নেয়। সঠিক রিভিউ হিসেবে সেটি পরিণত হয়। বড় স্ক্রিনে আউট ভেসে ওঠার সঙ্গে সঙ্গে আগ্রাসী উদযাপনে মাতেন দ্রাবিড়। ভারতের হেড কোচকে ফের একবার Indiranagar Ka Gunda অবতারে দেখে আবেগের বিস্ফোরণ ঘটে নেটদুনিয়ায়। 

বছর দুয়েক আগে ক্রেড' (ক্রেডিট কার্ডের পেমেন্ট নিয়ে এই সংস্থা কাজ করে) এর বিজ্ঞাপনে এক অন্যই দ্রাবিড়কে দেখেছিল দেশবাসী। চিত্রনাট্যের প্রয়োজনে অত্যন্ত ঠান্ডা মাথার দ্রাবিড় উত্তেজনার বশে শুধুই চিৎকার-চেঁচামেচিই করেননি, দেশের প্রাক্তন কিংবদন্তিকে অন্যের গাড়ির কাঁচ ভাঙতেও দেখা গিয়েছিল। আর রণংদেহী দ্রাবিড় নিজেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বলে দাবি করেছিলেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় #IndiranagarKaGunda ট্রেন্ডিং শুরু হয়। সেই ‘ইন্দিরানগর কা গুন্ডা’ ফিরল নাগপুরে। এমনটাই দাবি নেটিজেনদের। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ১১৮ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেই ফুল ফোটাচ্ছেন রবীন্দ্র জাদেজা। একাই তুলে নিয়েছেন ৩ উইকেট)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.