চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে হাড্ডাহাড্ডি লড়াই

আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশ নিচ্ছে চার দেশের চারটি ক্লাব- জার্মানির বায়ার্ন মিউনিখ, স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালির রোমা এবং ইংল্যান্ডের লিভারপুল।

Updated By: Apr 13, 2018, 05:34 PM IST
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব প্রতিবেদন :  চ্যাম্পিয়ন্স লিগে গতবার কোয়ার্টার ফাইনালে হারের বদলা কি এবার সেমিফাইনালে নিতে পারবে বায়ার্ন মিউনিখ ? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ে প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে বায়ার্ন মিউনিখ। অন্য সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি এএস রোমা।

মিউনিখে বায়ার্ন বনাম রিয়াল-সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৪ এপ্রিল। আর ফিরতি লেগে ২ মে মাদ্রিদে মুখোমুখি হবে দু'দল।

১৯৮৪ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালের পর ফের মুখোমুখি লিভারপুল-রোমা। দ্বিতীয় সেমিফাইনালে লিভারপুল বনাম রোমা প্রথম লেগ ২৫ এপ্রিল অ্যানফিল্ডে, দ্বিতীয় লেগের ম্যাচ ১ মে রোমে।

আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশ নিচ্ছে চার দেশের চারটি ক্লাব- জার্মানির বায়ার্ন মিউনিখ, স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালির রোমা এবং ইংল্যান্ডের লিভারপুল। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জার্মানি থেকে ছিল বায়ার্ন মিউনিখ, স্পেন থেকে বার্সেলোনা, ইতালি থেকে ইন্টার মিলান এবং ফ্লান্স থেকে লিয়ঁ।

আরও পড়ুন- গুরু গোপীকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্বের পয়লা নম্বর শাটলার শ্রীকান্ত

.