Ranveer Alhabadia Net Worth: ইউটিউব থেকে মাসে আয় ৩৫ লক্ষ! ৬০ কোটির মালিক রণবীরের রয়েছে আরও ৬ ব্যবসা...

Youtuber Ranveer Alhabadia:ইউটিউবার  রণবীর আল্লাহবাদিয়াকে (Ranveer Alhabadia) চর্চা তুঙ্গে। সোমবারই চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন রণবীর। তবে ইতোমধ্যেই তাঁর নামে পুলিসের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগ, হয়েছে এফআইআরও। মঙ্গলবার রণবীরের ভারসোভার বাড়িতে পৌঁছল মুম্বই পুলিস। পেশায় ইউটিউবার রণবীরের রোজগারের খতিয়ান দেখে হতবাক নেটপাড়া। 

Feb 11, 2025, 21:36 PM IST
1/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে ইউটিউবার  রণবীর আল্লাহবাদিয়ার (Ranveer Alhabadia) অশ্লীল মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। 

2/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, "তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?"

3/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

মা বাবা ব্যক্তিগত জীবন নিয়ে এহেন মশকরা মেনে নিতে পারেনি কেউই। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক।  

4/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

সমর রায়নার শোয়ে রণবীরের এই কমেন্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার রণবীরের মুম্বইয়ের বাড়িতে হাজির হয় পুলিস। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

5/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

রণবীরের নামে জমা পড়েছে একাধিক অভিযোগ। দায়ের হয়েছে এফআইআর-ও। মঙ্গলবার সমর রায়নার শো ব্যান করার দাবি জানান অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। 

6/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমা চাইলেন ইউটিউবার।  একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' 

7/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

৩১ বছর বয়সী রণবীরের জন্ম ব্যবসায়ী পরিবারে। পেশায় ইউটিউবার রণবীর। তাঁর চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। 

8/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

ইউটিউব ছাড়াও আরও ছয় ধরনের ব্যবসা রয়েছে রণবীরের। জানা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি। ইউটিউব থেকে তাঁর মাসে আয় ৩৫ লক্ষ। 

9/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

ধীরুভাই আম্বানি স্কুল থেকে পাস করে ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি। ২০১৪ সালে প্রথম নিজের ইউটিউব চ্যানেল খোলেন। স্বাস্থ্য, আধ্য়াত্মিক, সেল্ফ ইমপ্রুভমেন্ট থেকে সিনেমা নানা বিষয়েই পজকাস্ট করে জনপ্রিয়তা পান রণবীর। 

10/10

রণবীর আল্লাহবাদিয়ার সম্পত্তি

ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন অর্থাত্‍ ১ কোটি ২০ লক্ষ। সাম্প্রতিক বিতর্কে একদিনেই ২ মিলিয়ন ফলোয়ার খুইয়েছেন তিনি।