Weather Today: রাজ্যে শীতের দুরন্ত ব্যাটিং, শীতলতম দিন শুক্রবার

শুক্রবার সারা বছরের তৃতীয় শীতলতম দিন 

Dec 17, 2021, 07:56 AM IST

রাজ্য জুড়ে জমিয়ে চলছে শীতের ব্যাটিং। অন্যদিনের তুলনায় কমেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আগামি সপ্তাহে তাপমাত্রা একটু বাড়লেও তা ১৫ ডিগ্রির বেশি হবেনা বলেই জানা গেছে।  

1/5

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা

highest and lowest temperature

বৃহস্পতিবার রাতে তাপামত্রা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কমে দাঁড়াল ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ এর কোঠা থেকে কমে এল ২৪ এর কোঠায়।  

2/5

তৃতীয় শীতলতম দিন

third coldest day

২০২১ সালের সম্পূর্ণ বছরের মধ্যে শুক্রবার তৃতীয় শীতলতম দিন। শহরের তাপমাত্রার পারদ আরও নামার পূর্বাভাস রয়েছে। 

3/5

কতটা কমবে পারদ?

how much cold will it be?

শনি এবং রবিবার এই তাপমাত্রার পারদ ০.৫ ডিগ্রি থেকে ০.৮ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

4/5

আরামদায়ক দিনের তাপমাত্রা

temperature of the day is nice

আগামি সপ্তাহে তাপমাত্রা একটু বাড়তে পারে। কিন্তু কনভাবেই পারদ ১৫ ডিগ্রির উপরে উঠবে না বলে জানা গেছে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দিনেও একটি আরামদায়ক পরিস্থিতি রয়েছে। ২৪.৮ ডিগ্রি তাপমাত্রা রয়েছে যা আগামি ৪৮ ঘন্টায় আরেকটু কমবে।  

5/5

রাজ্যের তাপমাত্রা

temperature of the state

রবিবার পুরভোট হবে মরশুমের অন্যতম শীতল পরিবেশে। রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা এখনই নেমেছে ১২ ডিগ্রির কোঠায় যা আগামিদিনে আরও কমবে।