Kolkata Water Supply: খাস কলকাতায় ২১ ঘণ্টা বন্ধ জল সরবরাহ! কেন ও কোথায়? জেনে নিন খুঁটিনাটি...

Water supply to disrupt in Kolkata: রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা এবং দক্ষিণ শহরতলির বহু অংশে শনিবার একবেলা জল পরিষেবা বন্ধ থাকবে।  কবে আবার জল ফের আসবে? জেনে নিন এক নজরে।

Jan 17, 2025, 23:54 PM IST
1/6

টালা

টালার পর এবার মেরামতি কাজের জন্য বন্ধ থাকবে জল সরাবরাহ। 

2/6

মেরামতির কাজ

গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় হবে মেরামতির কাজ। সেই কারণে শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল পরিষেবা। 

3/6

জল প্রকল্প

গার্ডেনরিচের জল প্রকল্প থেকে কালীঘাট, রানিকুঠি, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ-সহ বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ করা হয়। 

4/6

৮ থেকে ১৬ নম্বর ওয়ার্ড

এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ৮ থেকে ১৬ নম্বর ওয়ার্ড।

5/6

৯টা

এই সমস্ত এলাকায় সকাল ৯টার পর আবার রবিবার ৬টার সময় ফিরবে জল। 

6/6

একবেলা

অর্থাৎ শনিবার একবেলা দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিভিন্ন অংশে জল মিলবে না।