Deadly Road Accident: মাত্র ২২ বছরেই থামল জীবন! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেতা...

Actor Aman Jaiswal Dies: 'ধরতি পুত্র নন্দিনী'র ধারাবাহিকের নায়ক আমান জয়সওয়ালের মৃত্যু হয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। শোকস্তব্ধ সমস্ত তাঁর ভক্তরা। আমানের বয়স হয়েছিল মাত্র ২২ বছর। শেষ হল সমস্ত স্বপ্ন। 

Jan 17, 2025, 23:05 PM IST
1/6

আমান জয়সওয়াল

মুম্বইয়ের টেলিভিশন দুনিয়া থেকে এল মন খারাপ করা খবর। মাত্র ২২ বছর বয়সেই চলে গেলেন ইন্ডাস্ট্রির তরুণ মুখ আমান জয়সওয়াল (Aman Jaiswal)।

2/6

কাজ করছিলেন

'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। 

3/6

ধীরজ মিশ্র

ওই ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্র জানিয়েছেন, 'আমান অডিশন দিতে যাচ্ছিল। হাইওয়েতে তাঁর বাইকে ট্রাক ধাক্কা মারে। সেখানেই সব শেষ।'

4/6

ধরতিপুত্র নন্দিনী

'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 

5/6

স্বপ্ন

 আকাশ সমান স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন মুম্বইয়ে। কিন্তু সবকিছুই এক ধাক্কায় শেষ।

6/6

পুণ্যশ্লোক

সোনি টিভির-র পুণ্যশ্লোক অহল্যাবাঈ শোতে যশবন্ত রাও ফানসের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই শো সম্প্রচারিত হয়েছে। আমান একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। শেষ হল তরতাজা প্রাণ।